কর্ম ও ভালবাসা
দূরের পথ চলা, যাবে তুমি আমার সাথে?
রেলস্টেশনের কোলাহলপূর্ণ জীবনের প্রতিঘাতে
মানুষের ছোটাছুটি এখান থেকে ওখানে,
কর্মব্যস্ততায় এসব দিনগুলো; জীবনের আহ্বানে-
এ জীবন থেমে থাকার নয়; এ বিশ্বাসে,
ছুটে চলি আমিও ধূলিকণা উষ্ণ বাতাসে।
প্রত্যহ এপথ ধরে, দূরের পথ চলা;
আমিও পাড়ি দিই তোমার অনুপস্থিতিতে অবিরাম,
তোমাকে ভেবে ভেবে মুছে ফেলি কপালের ঘাম;
অথচ একথা তোমাকে আজও হয়নি বলা।
তুমি মিশে আছো আমার হৃদয়ে সবসময় সবখানে,
আমার নিস্তব্ধ মনে কিংবা বন্ধুদের সাথে চায়ের দোকানে;
কিংবা রেলস্টেশনের ব্যস্ততম ক্ষণে; আমি অনুভব করি
শক্তি পাই, সাহস পাই, ফেলে রাখা কাজ আবার ধরি।
তোমাকে পাওয়ার আশায় আমার সংগ্রামের পথ চলা,
অথচ একথা তোমাকে আজও হয়নি বলা।
যখন আমি বাসায় ফিরি রেলস্টেশনের কর্মক্ষেত্র ফেলে,
স্নানটি সেরে, মেঝের ছেঁড়া তৈলাক্ত বালিশে মাথা ঘেঁষে,
গচ্ছিত তোমার শ্যামলা মুখের বাঁকা চাহনির ছবিটি মেলে
ঘুমিয়ে পড়ি কখনো না খেয়ে; কখনো হারিয়ে যাই সমুদ্র দেশে।
কিংবা গহীন অরণ্য ফুলে ফুলে ঘেরা প্রজাপতির বেশে
কিংবা কুয়াশাচ্ছন্ন অমাবস্যাতিথিতে পূর্ণিমার চাঁদ জ্বেলে!
নিছক স্বপ্নগুলো আমাকে তাড়না করে এরকম প্রতিটি রাতে,
পাখির কলরবে রক্তিম সূর্যের হাসিতে জেগে উঠি প্রভাতে।
তোমাকে পাওয়ার আশায়; আবার নেমে পড়ি ফেরি হাতে
দূরের পথ চলা, যাবে তুমি আমার সাথে?
রেলস্টেশনের কোলাহলপূর্ণ জীবনের প্রতিঘাতে
মানুষের ছোটাছুটি এখান থেকে ওখানে,
কর্মব্যস্ততায় এসব দিনগুলো; জীবনের আহ্বানে-
এ জীবন থেমে থাকার নয়; এ বিশ্বাসে,
ছুটে চলি আমিও ধূলিকণা উষ্ণ বাতাসে।
প্রত্যহ এপথ ধরে, দূরের পথ চলা;
আমিও পাড়ি দিই তোমার অনুপস্থিতিতে অবিরাম,
তোমাকে ভেবে ভেবে মুছে ফেলি কপালের ঘাম;
অথচ একথা তোমাকে আজও হয়নি বলা।
তুমি মিশে আছো আমার হৃদয়ে সবসময় সবখানে,
আমার নিস্তব্ধ মনে কিংবা বন্ধুদের সাথে চায়ের দোকানে;
কিংবা রেলস্টেশনের ব্যস্ততম ক্ষণে; আমি অনুভব করি
শক্তি পাই, সাহস পাই, ফেলে রাখা কাজ আবার ধরি।
তোমাকে পাওয়ার আশায় আমার সংগ্রামের পথ চলা,
অথচ একথা তোমাকে আজও হয়নি বলা।
যখন আমি বাসায় ফিরি রেলস্টেশনের কর্মক্ষেত্র ফেলে,
স্নানটি সেরে, মেঝের ছেঁড়া তৈলাক্ত বালিশে মাথা ঘেঁষে,
গচ্ছিত তোমার শ্যামলা মুখের বাঁকা চাহনির ছবিটি মেলে
ঘুমিয়ে পড়ি কখনো না খেয়ে; কখনো হারিয়ে যাই সমুদ্র দেশে।
কিংবা গহীন অরণ্য ফুলে ফুলে ঘেরা প্রজাপতির বেশে
কিংবা কুয়াশাচ্ছন্ন অমাবস্যাতিথিতে পূর্ণিমার চাঁদ জ্বেলে!
নিছক স্বপ্নগুলো আমাকে তাড়না করে এরকম প্রতিটি রাতে,
পাখির কলরবে রক্তিম সূর্যের হাসিতে জেগে উঠি প্রভাতে।
তোমাকে পাওয়ার আশায়; আবার নেমে পড়ি ফেরি হাতে
দূরের পথ চলা, যাবে তুমি আমার সাথে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ০১/০২/২০১৬ভালো লাগলো
-
মনিরুজ্জামান জীবন ২৬/০১/২০১৬অসাধারণ লেখনীর দৃষ্টিভঙ্গি।
-
সাইদুর রহমান ২৪/০১/২০১৬দারুণ লেগেছে।
-
সীমা সান্যাল ২২/০১/২০১৬তোমাকে ভেবে ভেবে মুছে ফেলি কপালের ঘাম..আরে বা... কি মিষটি করে বললেন কবি।।।।
-
রাশেদ খাঁন ১৮/০১/২০১৬ভালো লাগলো
-
প্রদীপ চৌধুরী ১৮/০১/২০১৬ভালো লাগলো লেখাটা পড়ে
-
নির্ঝর ১৮/০১/২০১৬সুন্দর
-
দেবব্রত সান্যাল ১৮/০১/২০১৬তারুণ্যে স্বাগত কবি। ভালো লিখুন।