এক ফোঁটা অশ্রু
এক ফোঁটা অশ্রু নিবে?
হে কবি! নাও,
ছন্দ লেখো।
বিরহের ছন্দ।
ভালবাসার ছন্দ।
নানান অক্ষরে,
তোমার কবিতার খাতায়
যেখানে পড়ে
রক্তরাঙা কলমের শেষবিন্দু।
সেখানে অশ্রু ঢেলো,
দেখবে, গাঢ় হবে তোমার ভাষা।
যা তুমি প্রকাশ কর
যন্ত্রণাময় মন জঙ্গলের ভিতর থেকে।
লেখো অশ্রুসমেত
আর নিভিয়ে দাও
দাঊ দাঊ আগুন।
হে কবি! নাও,
ছন্দ লেখো।
বিরহের ছন্দ।
ভালবাসার ছন্দ।
নানান অক্ষরে,
তোমার কবিতার খাতায়
যেখানে পড়ে
রক্তরাঙা কলমের শেষবিন্দু।
সেখানে অশ্রু ঢেলো,
দেখবে, গাঢ় হবে তোমার ভাষা।
যা তুমি প্রকাশ কর
যন্ত্রণাময় মন জঙ্গলের ভিতর থেকে।
লেখো অশ্রুসমেত
আর নিভিয়ে দাও
দাঊ দাঊ আগুন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাকিব চৌধুরী শিশির ২৪/০২/২০১৬অসাধারন কবি অসাধারন ।
-
বিদ্রোহী ফাহিম খান ০১/০২/২০১৬দুর্দান্ত
-
সাইদুর রহমান ১৫/০১/২০১৬খুব সুন্দর।
-
মহঃ এসরাফিল সেখ ১১/০১/২০১৬Valo
-
মোঃ নাজমুল হাসান ১১/০১/২০১৬সুন্দর।
-
অভিষেক মিত্র ১০/০১/২০১৬সুন্দর
-
মনিরুজ্জামান জীবন ০৯/০১/২০১৬মুগ্ধমণ্ত্র লেখা!
-
সীমা সান্যাল ০৯/০১/২০১৬অশ্রু ভেজানো ভালবাসা...পড়ুক চোখের জল।।।।ভালবাসা পাবে পরিপুরনতা।।
-
শিস খন্দকার ০৮/০১/২০১৬বেশি বেশি কবিতা পড়ুন, আপনার কবিতা উপকৃত হবে। ভালো লিখেছেন।
-
এস, এম, আরশাদ ইমাম ০৮/০১/২০১৬কবিতা হয়েছে। রাসেল হতাশ হবার কিছু নেই। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আপনি সামনে পা বাড়ান, পথ আপনাতেই তৈরি হবে।
-
ধ্রুব রাসেল ০৮/০১/২০১৬প্রাথমিক অবস্থায় বলে এমনটাই হয়েছে। এভাবে মন্তব্য করলে ধীরে ধীরে কবিতার মত কবিতা লেখার উৎসাহ, অনুপ্রেরণা পাব। ধন্যবাদ।
-
নির্ঝর ০৮/০১/২০১৬কবিতার মত মনে হল না