প্রথম ব্লগ ও কিছু কথা
আমি ধ্রুব রাসেল। দীর্ঘদিন ধরে এক অক্ষর দুই অক্ষর করে লেখালেখি করে আসছি। কিন্তু আমার লেখালেখিকে কিভাবে প্রকাশ করব, বর্ধিত করব, বাস্তবায়ন করব, সুসজ্জিত করব তা ভেবে পাচ্ছিলামনা। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও আমার উপযুক্ত কোন মাধ্যম পাইনি। এরপর অনেকগুলো সাইট ও পত্রিকা যাচাই বাছাই করার পর একজন তরুণ হিসেবে 'তারুণ্যে' নিজেকে উপস্থাপন করার সিদ্ধান্ত নিই। অর্থাৎ প্রথম কোন ব্লগে আমি বিচরণ করতে যাচ্ছি। তাই ব্লগ সম্পর্কে আমার কোন অভিজ্ঞতাও নেই। একজন নব ব্লগারকে তারুণ্য কিভাবে দেখবে জানিনা। তবে আমি তারুণ্যের নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব। আর সদস্যদের কাছে সাহায্য কামনা করছি, নব ব্লগার হিসেবে আমার উপস্থাপন হয়তো সাবলীল বা মাধুর্যপূর্ণ নাও হতে পারে তাই আমাকে ভুল ধরিয়ে ত্রুটিমুক্ত করার সুযোগ প্রদান করলে কৃতজ্ঞ থাকব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ০১/০২/২০১৬শুভ কামনা রইলো॥ ভালো থাকবেন॥ আর নিয়মিত লিখবেন॥
-
নুফরাত জেরীন ১৮/০১/২০১৬লিখে যান...........
-
নির্ঝর ১৮/০১/২০১৬চালিয়ে যান
-
নির্ঝর ১৪/০১/২০১৬চালিয়ে যান
-
নির্ঝর ১২/০১/২০১৬সুন্দর
-
শিস খন্দকার ০৭/০১/২০১৬স্বাগত! শুভ কামনা রইলো।
-
দেবব্রত সান্যাল ০৭/০১/২০১৬তারুণ্যে স্বাগত। ভালো লিখুন , অন্যদের লেখা পড়ুন।