কুহেলিকা
সময়ের ঘড়িটা যেন বেসুরো
টিক টিক শব্দে বড্ড বেশি ক্লান্ত,
সেই কবে থেকে ছুটে চলেছে
তিনশো ষাট ডিগ্রি ঘুরে সর্বশান্ত।
আমিও ছুটে চলেছি কি এক দূর্নিবার টানে
শুরু থেকে শেষ করে আবার ফিরে আসি।
যেটা আমার নয় সেটা পাওয়ার চাহিদা একটু অন্যরকম
রাতের গভীরতা ফিসফিসিয়ে বলে গেল 'ভালোবাসি'!
কি বলবে প্রেয়সী? যদি উত্তর খুঁজি,
কি দামে বেচলে আমার ভালোবাসা
চিতার কাঠ নাকি মুঠো ভর্তি ঘৃণা?
অভিনয়ের মুখোশ টা খুলে রেখে
পাসবালিস টা জড়িয়ে শুয়ো।
আমার কাটাছেঁড়া লাশ টা
তোমার টেবিলে রেখে দিয়ো।
ফোটা ফোটা রক্ত দিয়ে সাজিয়ে নিও তোমার ঘর
আবার যখন রাত নামবে কুহেলিকা,
আমি আসবো তোমায় দেখতে
রাত যত গভীর হবে,
আমি ফিসফিসিয়ে বলবো -
কতটা ভালোবাস আমায় 'প্ৰি'
যতটা আমায় ঘৃণা করো
টিক টিক শব্দে বড্ড বেশি ক্লান্ত,
সেই কবে থেকে ছুটে চলেছে
তিনশো ষাট ডিগ্রি ঘুরে সর্বশান্ত।
আমিও ছুটে চলেছি কি এক দূর্নিবার টানে
শুরু থেকে শেষ করে আবার ফিরে আসি।
যেটা আমার নয় সেটা পাওয়ার চাহিদা একটু অন্যরকম
রাতের গভীরতা ফিসফিসিয়ে বলে গেল 'ভালোবাসি'!
কি বলবে প্রেয়সী? যদি উত্তর খুঁজি,
কি দামে বেচলে আমার ভালোবাসা
চিতার কাঠ নাকি মুঠো ভর্তি ঘৃণা?
অভিনয়ের মুখোশ টা খুলে রেখে
পাসবালিস টা জড়িয়ে শুয়ো।
আমার কাটাছেঁড়া লাশ টা
তোমার টেবিলে রেখে দিয়ো।
ফোটা ফোটা রক্ত দিয়ে সাজিয়ে নিও তোমার ঘর
আবার যখন রাত নামবে কুহেলিকা,
আমি আসবো তোমায় দেখতে
রাত যত গভীর হবে,
আমি ফিসফিসিয়ে বলবো -
কতটা ভালোবাস আমায় 'প্ৰি'
যতটা আমায় ঘৃণা করো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৪/০৯/২০১৮Bah bah
-
মহিউদ্দিন রমজান ০৩/০৯/২০১৮দারুণ লিখেছেন।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৯/২০১৮অতি আশ্চর্য বিরহ!
হোক লেখা আরো সমৃদ্ধ।
ধন্যবাদ কবি । -
রাকিব ইমতিয়াজ. ০৩/০৯/২০১৮ভালো হয়েছে