www.tarunyo.com

সুব্রতর কবিতা

সম্পর্ক
সুব্রত শীল
সম্পর্কের আছে নানা রঙ,
কখন ও তা’ স্বার্থের মুখোশে সঙ ।
কখন ও ভালবাসার রঙে রঙীন,
কখনো স্বার্থের সংঘাতে সঙীন ।

রক্তের সম্পর্ক থাকলেও হয় না আপন,
যদি না থাকে দুটি মনের ভালবাসার বাঁধন ।
আত্মার সঙ্গে আত্মার মিলে পথের মানুষ ও হয় আত্মীয়,
সেই তো পরম আপনার জন বিপদে পড়লে যে পাশে দাঁড়ায় ।

দুটি মানুষের সম্পর্ক শান্তির রঙে হয় সাদা,
সেই সম্পর্কই অশান্তি,অস্থিরতার রঙে মাখে কাদা ।
দুটি দল, গোষ্ঠী বা দেশের মধ্যে সম্পর্ক সমঝোতার রঙে হয় সবুজ,
সেই সম্পর্ক হিংসা বা স্বার্থের সংঘাতে হয় তরমুজ ।

কোন কোন সম্পর্ক এমন যে একজনের জীবনকে
আলোকিত করে,মহান করে,
আবার কোন কোন সম্পর্ক একজনের জীবনকে
অন্ধকারাচ্ছন্ন করে,নিঃশেষ করে।
কোন কোন সম্পর্ক শত বাঁধা-বিঘ্ন ও ঘাত-প্রতিঘাত
কাটিয়ে চিরকাল থাকে অটুট,
পৃথিবীতে একমাত্র মা-সন্তানের সম্পর্কই নিঃস্বার্থ,
বাকি সব সম্পর্কেই থাকে স্বার্থের গিঁট।


সম্পর্কের ও আছে নানা রূপ,
ভালবাসা,স্বার্থ,লোভ ও কামনার দৃষ্টি লোলুপ ।
শ্রদ্ধা ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে সম্পর্ক ভালবাসার,
দুটি হৃদয়ের সুখ, দুঃখের সাথী হবার অঙ্গীকারের ।
কামনা,লোভ ও স্বার্থ সম্পর্ককে অন্ধকারের পথে ঠেলে দেয়,
সম্পর্ককে ছিন্ন করে একেবারে নিঃশেষ করে দেয় ।

জীবনের সাথে সময় বদলে যায়,
আবার সম্পর্কের সাথে জীবন বদলে যায় ।
সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে,
শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast