www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পারো যদি একবার ভালবাসতে শিখো


চতুষ্পদী ধূসরতা ঘিরে আছে হৃদয়
বৃষ্টিভেজা হিজলের বন, বিবর্ণ ছায়া...
ডানা জাপটানো অচেনা পাখী
তালপাতার বর্ম্মরান্ধ্রে আশ্রয় খোঁজে
জলমাখা বাতাস শরীর ছুঁয়ে কম্পন ধরে
দেবীর দু'চোখ জুড়ে অবিশ্রান্ত ক্লান্তি... স্বপ্নের ঘোর... ভুক
শরীরে লেপ্টানো সফেদ শাড়ী গলিয়ে দুর্মর বুকের উঠানামা
কতদিন প্রাণভরে নেয়নি নিঃশ্বাস...
আলুথালু চুলে জলকাদার মাখামাখি...ভেজা ঘ্রাণ...হতাশ
ঠায় দাঁড়িয়ে আছে আকাশ মুখো চেয়ে
মেঘ মিথ অবয়বে খুঁজছে কবির মুখ
বিড়বিড় আক্ষেপে হৃদয় গলে সলিত হয় শব্দের বিদ্রূপ!

-কেন ভালোবাসা শেখালে দেব!
মনুষ্য সমাজের এই শৃঙ্খল,এই ভেদ,কায়দা কানুন এক পাশে ঠেলে
কেন হাত ধরলে?
কেন জাগিয়ে থাকার নেশায় করলে বুদ! রাতের পর রাত হলে বদ্ধ উন্মাদ!
জানতে না ? নারী আমি
তুমি দেবী বলে যতোই চিৎকার কর! যতোই প্রবোধ দাও
আমি জানতাম পুরুষালী স্বার্থপরতা ভেঙ্গে তুমি শত কবি হতে পারো; দেবীর হতে পারোনা
পারোনা কবি!
প্রমত্ত নদীর জলকেলির নৃত্য দেখতে পারো
পারোনা, জ্যোৎস্না গলিয়ে ভেসে যাওয়া সে নদীর স্বপ্ন আটকাতে
এত গুলো বসন্ত
এত ফাল্গুন এত আগুন... দহন
তুমি হয়তো ছুঁতে পারোনি কিছুই;
কিন্তু যেনো এই আমার আমৃত্যু সাধন!

আমি যে সন্ন্যাসী কাঙালিনী, কবি-
তোমার আদিত্য বিলাস আমার সইবে কেন?
তবু পারো যদি একবার ভালবাসতে শিখো ... ভালোবাসাকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ২৪/০৯/২০১৩
    দারুন বর্ণনা অনেক কিছু শিখিয়ে যায়
  • সহিদুল হক ২৪/০৯/২০১৩
    ভালবাসাকেও ভালবাসতে শেখার দরকার আছে বৈকি।চ্মৎকার কবিতা।গোটা কবিতা জুড়ে সুন্দর শব্দের খেলা।
    আমার কবিতা ও কৌতুক-দুটি পড়া ও মন্তব্যের আমন্ত্রণ রইলো।
    শেষ স্তবকের আগের লাইনে 'যেনো"টা বোধ হয় 'জেনো' হবে।যদি হয় সম্পাদনা করে নেওয়া যেতে পারে।
 
Quantcast