www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রবে নিরবে

বোধ করি আজ এক যুগ পরে দেখা! আবার!!
-হুম! হঠাৎ রাস্তায়!
-ভালো আছো?
-প্রশ্নটা কঠিন!
আর উত্তরটা ধার করা, হুম ভালো আছি। তুমি ভালো তো?
-বেঁচে থাকার তাগিদে টিকে থাকা আর কি!
তোমার চশমার ফ্রেমটা বদলেছো দেখছি!!
-বদলে ফেলা স্বাভাবিক নয় কি?
আমার তো না হয় কেবল চশমার ফ্রেমই বদলেছে!! তোমার তো...
-আমি আর কী বলবো। যা বলবো সবই তো অজুহাত ই মনে হবে এখন। এটাই স্বাভাবিক অবশ্য।।
-হয়তো! হয়তো বা না!! বাদ দাও। তোমার খবর বলো...
-আমার খবর জেনে আর কি লাভ!
-লাভ-লোকসানের হিসেব করে তো আগেও কিছু বলি নি,আর করিও নি।
-হুম। তুমি দেখছি ঠিক আগের মতোই আছো।
-ঠিক! নিজের জন্য বদলানোর তাগিদ ছিলো না কখনো, আর মানুষের জন্য কেনই বা বদলাবো!
-যাক! অন্তত মানুষ তো মনে করতা তাহলে!
-হুম। আমি তো আর তোমার মতো হতে পারতাম না!
-বাদ দাও তো!
- বাদ তো দিয়েছি সেদিনই! ভয় নেই!
-আচ্ছা দেখো তো! আমার পরণের এই শাড়িটার কথা মনে আছে তোমার?
-মনে রেখে কী হতো। তবে কপালে সিঁদুর আর হাতে শঙ্খের সাথে সাদা শাড়ি-লাল পাড় খুব যায়!
-তোমার আঙুলে আংটি নেই যে!
- শেকল খুলে গেছে আসলে! নিয়তি! বন্দী কারাগার থেকে অনাকাঙ্ক্ষিত এবং অকস্মাৎ মুক্তি।
- এই সে ফোন দিচ্ছে বারবার। আমাকে এবার যেতে হবে যে...
-যাও। যাবার জন্যই তো মানুষ আসে। তুমিও এসেছিলে একদিন। আজও এসেছো...
-আর কি দেখা হবে?
-ছোট্ট এ পৃথিবী!হয়তো আবার দেখা হবে অন্য কোন বাঁকে...
-অসমাপ্ত গল্পগুলো ভুলে ভালো থেকো তবে।
- হু। অসমাপ্ত!! এ গল্পের শুরুই বা ছিলো কবে!!
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১০১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast