বিস্মৃত ভাবনা-৩
#
" কারো প্রেমে এতোটাই অন্ধ হয়ে যেয়ো না যে তাকে দেখা মাত্রই বাকরুদ্ধ হয়ে যাও,নচেৎ তাকে জানানোর সুযোগটুকুও বন্ধ হয়ে যাবে।"
.......................................
#
" নিয়তি নিষ্ঠুর।যা ঘটে প্রকৃতির নিয়মে ঘটে।
আকস্মিক কিছু মেনে নেয়া সত্যিই কষ্টের।
জীবন থেকে সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে
যায় অজান্তেই।কষ্টের পাথর বুকে চাপে।তবু।
স্রোতের বিপরীতে টিকে থাকার চেষ্টা
করছি তুমি আমি আমরা সকলেই।"
...............................
#
"চেষ্টা করে কাউকে ভালবাসা যায় না কিংবা কাউকে ভালবাসার চেষ্টাও করা যায় না।ওটা এমনি এমনি হওয়ার জিনিস।এখানে কোন ফোর্স কাজ করে না,এর কোন এন্টিফোর্সও নেই।"
" কারো প্রেমে এতোটাই অন্ধ হয়ে যেয়ো না যে তাকে দেখা মাত্রই বাকরুদ্ধ হয়ে যাও,নচেৎ তাকে জানানোর সুযোগটুকুও বন্ধ হয়ে যাবে।"
.......................................
#
" নিয়তি নিষ্ঠুর।যা ঘটে প্রকৃতির নিয়মে ঘটে।
আকস্মিক কিছু মেনে নেয়া সত্যিই কষ্টের।
জীবন থেকে সবচেয়ে মূল্যবান কিছু হারিয়ে
যায় অজান্তেই।কষ্টের পাথর বুকে চাপে।তবু।
স্রোতের বিপরীতে টিকে থাকার চেষ্টা
করছি তুমি আমি আমরা সকলেই।"
...............................
#
"চেষ্টা করে কাউকে ভালবাসা যায় না কিংবা কাউকে ভালবাসার চেষ্টাও করা যায় না।ওটা এমনি এমনি হওয়ার জিনিস।এখানে কোন ফোর্স কাজ করে না,এর কোন এন্টিফোর্সও নেই।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ১১/০২/২০১৬বাহ অন্যরকম
-
ধ্রুব রাসেল ১১/০২/২০১৬ভালবাসা আসলে কি...?(!!!!!)
-
বিদ্রোহী ফাহিম খান ১০/০২/২০১৬বাস্তবতার প্রকাশ॥ খুব ভালো লাগলো॥