www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোলাপ দিবসে

রাত্রি দ্বি-প্রহরের সুঁনসান নীরবতা।গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পিচঢালা পথে।গাড়ীর চাকা আর পথচারীর পায়ের নীচে পড়ে পিষ্ট।মাঝে মাঝে এলো বাতাসে পাপড়িগুলো উড়ে যাচ্ছে এখানে-ওখানে।অথচ আজকের সকালটা শুরু হয়েছিল কত সম্ভাবনার সাথে।সুগন্ধে চারপাশ মুখরিত।ফুটন্ত গোলাপ।লাল টুকটুকে।হঠাৎ কারো শোভা বর্ধনের জন্য আত্মহত্যা।অতঃপর হাত বদল। খসখসে হাত থেকে কোমল নরম হাতে।কখনো চুলের খোঁপায়,কখনো নাকের ডগায়।তখনো প্রাণ আছে।হৃদয়টা যেন শেষ কম্পনে ব্যস্ত ছিল তিলে তিলে বিলীন হতে থাকা সুগন্ধীর মাঝে।সারা দিনের দু'টো প্রাণের সাথে থেকে যাওয়া নীরব সাক্ষী।প্রেম-ভালবাসা,ফুচকা,বাদাম,
পার্ক,রিকশা।দিনের ব্যস্ততা শেষে যখন সন্ধ্যা ঘনায়,পাপড়িগুলো চুপসে যায়।কখন যেন সময়ের সাথে সাথে শেষ হয় উপযোগ।অতঃপর শেষ ঠিকানায়।

আজ নাকি গোলাপ দিবস!! আর গোলাপের এই হাল!
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৭৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ২১/০২/২০১৬
    সাবলিল লেখা।
  • মাহাবুব ০৮/০২/২০১৬
    দারুণ, কবিতাটা বেশ ভাল লাগলো।
    শুভেচ্ছা...
    • দেবাশীষ দিপন ০৮/০২/২০১৬
      আন্তরিক ধন্যবাদ আপনাকে।কিন্তু ওটা তো কবিতা হিসেবে লিখি নি কবিবর।তাই অন্যান্য বিভাগে পোস্ট করেছি।
      • মাহাবুব ০৮/০২/২০১৬
        কবি আমি আন্তরিক ভাবে দুঃখিত, আমার ভুলের জন্য।
  • ধ্রুব রাসেল ০৮/০২/২০১৬
    অসম্ভব ভাল লাগলো। কাব্যিক প্রবন্ধ যেন। গোলাপের মত ব্যঞ্জনাময়। বাস্তবিক এক গোলাপ দিবস। শুভেচ্ছা ঘ্রাণময় সতেজ পাপড়িযুক্ত টুকটুকে লাল গোলাপের।
    • দেবাশীষ দিপন ০৮/০২/২০১৬
      উফফফ আপনার এতো সুন্দর মন্তব্যে মনটা ভরে গেল।।অনেক অনেক ধন্যবাদ।আপনাকেও শুভেচ্ছা।ভাল থাকুন।
  • অপূর্ব
  • অভিষেক মিত্র ০৮/০২/২০১৬
    দারুণ!
  • সৈয়দ আলি আকবর, ০৭/০২/২০১৬
    সুন্দর
 
Quantcast