বিস্মৃত ভাবনা-২
###
" মধ্য আকাশ পেরিয়ে যখন স্বপ্নগুলো অস্তমিত,তখন চন্দ্রালোকে বিধ্বস্ত হোক সকল বাস্তবতা।"
****************************
###
" লক্ষ্যভ্রষ্ট হয়ে কষ্টকে আত্মশুদ্ধিকরণের উপায় ভাবাটা নিতান্তই বুদ্ধিমানের কাজ।"
**************************
###
" স্বপ্নাতুর আমি।
নিশীথ স্বপ্ন।দিবা স্বপ্ন।
ভোরের স্বপ্ন।
জেগে জেগে স্বপ্ন।
কখনো মধুর।কখনো দুঃস্বপ্ন।"
*******************************
###
" কিছু ঘটনা ঘটে যায়।যেখানে কষ্ট থাকে,কিন্তু সান্ত্বনা দেয়ার কিছু থাকে না।সেখানে কোন কথা ই খাটে না।সান্ত্বনা সেখানে অনর্থ।কেবল নীরব ভাষায় ভেসে যায় কিছু কষ্ট।।
মন খারাপের গল্পগুলো বারবার উঁকি মারে।
নতুন নতুন আঙ্গিকে।।"
***************************
###
"অনিচ্ছায় ইচ্ছার অপমৃত্যু।"
**************************
###
" ক্লান্তি শেষে শান্তির নীড়ে শ্রান্তির খোঁজে।তবে মন কি বোঝে?
আমার শ্রান্তি তো তোমার এক চিলতে হাসিতে।।"
****************************
###
" কিছু অনুভূতি প্রকাশ না করে নিজের মনের ভেতর নাড়াচাড়া করলে বেশি ভাল লাগে।"
***************************
###
" সময় চলে যায়।ধূলো জমা পড়ে স্মৃতির চাদরে।মাঝে মাঝে ফিরে আসে আবার।আক্ষেপ জমে মনের কোণে।চেহারাগুলো আচমকা ভেসে উঠে চোখের সামনে।টাইম মেশিনে ঘুরে আসা যাওয়া পুরানো পাতা থেকে।আনন্দ বেদনা মান অভিমান খুনসুটি ভালবাসা বন্ধুত্ব প্রীতি।অতঃপর জীবন চলে দীর্ঘশ্বাসের মাঝে।"
" মধ্য আকাশ পেরিয়ে যখন স্বপ্নগুলো অস্তমিত,তখন চন্দ্রালোকে বিধ্বস্ত হোক সকল বাস্তবতা।"
****************************
###
" লক্ষ্যভ্রষ্ট হয়ে কষ্টকে আত্মশুদ্ধিকরণের উপায় ভাবাটা নিতান্তই বুদ্ধিমানের কাজ।"
**************************
###
" স্বপ্নাতুর আমি।
নিশীথ স্বপ্ন।দিবা স্বপ্ন।
ভোরের স্বপ্ন।
জেগে জেগে স্বপ্ন।
কখনো মধুর।কখনো দুঃস্বপ্ন।"
*******************************
###
" কিছু ঘটনা ঘটে যায়।যেখানে কষ্ট থাকে,কিন্তু সান্ত্বনা দেয়ার কিছু থাকে না।সেখানে কোন কথা ই খাটে না।সান্ত্বনা সেখানে অনর্থ।কেবল নীরব ভাষায় ভেসে যায় কিছু কষ্ট।।
মন খারাপের গল্পগুলো বারবার উঁকি মারে।
নতুন নতুন আঙ্গিকে।।"
***************************
###
"অনিচ্ছায় ইচ্ছার অপমৃত্যু।"
**************************
###
" ক্লান্তি শেষে শান্তির নীড়ে শ্রান্তির খোঁজে।তবে মন কি বোঝে?
আমার শ্রান্তি তো তোমার এক চিলতে হাসিতে।।"
****************************
###
" কিছু অনুভূতি প্রকাশ না করে নিজের মনের ভেতর নাড়াচাড়া করলে বেশি ভাল লাগে।"
***************************
###
" সময় চলে যায়।ধূলো জমা পড়ে স্মৃতির চাদরে।মাঝে মাঝে ফিরে আসে আবার।আক্ষেপ জমে মনের কোণে।চেহারাগুলো আচমকা ভেসে উঠে চোখের সামনে।টাইম মেশিনে ঘুরে আসা যাওয়া পুরানো পাতা থেকে।আনন্দ বেদনা মান অভিমান খুনসুটি ভালবাসা বন্ধুত্ব প্রীতি।অতঃপর জীবন চলে দীর্ঘশ্বাসের মাঝে।"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রায়হান রাজিব ১৯/০১/২০১৬আশা হতাশার দোলাচলে ...! বেশ লিখেছেন
-
প্রদীপ কুমার দে ১৮/০১/২০১৬সাংকেতিক চিন্হ গুলির কারণ? একটু বেশিই ব্যাবহার করা হয়েছে।