পত্রমিতা
প্রযুক্তির ছোঁয়া ই কেবল আমাদের সম্পর্ককে 'পত্রমিতালী' সম্বোধন থেকে বঞ্চিত করলো।।অথচ আমরা একে অপরকে কত কি লিখেছি।কত সহস্র সেকেন্ড ঘন্টায় রূপ নিয়ে চলেছে আমাদের সাথে।হাসি কান্না সুখ দুঃখ পাওয়া না পাওয়া।কত শত গল্প।।সামনা সামনি কথা হয় নি,চোখের দেখা হয় নি।এই যা।ব্যবধান ওইটুকুই।অথচ কত লিখেছি তোমায়।শুধু ওই লিখার নাম ই 'চিঠি' নয়।কোন এক ভুল থেকে যার শুরু হয়েছিল,তা চালিয়ে যাওয়াটা ভুল কি শুদ্ধ ছিল তা কেবল সময়ই জানে। তবে সময়গুলো গেছে নিমিষে।মোবাইলের বা কম্পিউটারের কি- বোর্ডে যখন অনর্গল আঙুল চলতো,তা যন্ত্র নির্ভর হলেও নিছক যান্ত্রিকতা ছিল না।কিছুটা কিছু তো ছিল।মোহ হোক টান হোক আবেগ হোক একটা কিছু তো ছিল।আর ওই 'কিছু'র জন্যই হয়তো কিছুদিন যাবত একটা খালি খালি লাগছে।আঙুল গুলোর এই যাত্রাবিরতির তর যেন সইছে না।জানি তোমার বর্তমান সময়টা দুঃসময়ের চেয়েও ভয়ংকর।আর ওই অসময়ে তোমাকে শক্তি যোগানোর সুযোগটা না পেয়ে যে আকুলতার জন্ম হয়েছে,তা যেন আমার আজন্মের পীড়ার মত বিঁধছে।
ভাল থেক পত্রমিতা।।
ভাল থেক পত্রমিতা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রদীপ চৌধুরী ১৮/০১/২০১৬Valo lekha
-
অভিষেক মিত্র ১৯/১২/২০১৫ভাল বলেছেন।