www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিতেপারি তোমায়

দিতেপারি তোমায়
আমার হাঁপানো দিন ,আমার চুরি যাওয়া স্বপ্নের রাত-
তোমায় দিতেপারি।
আরও দিতে পারি বহু খুঁড়ে চোখের গভীরে থাকা একফোঁটা জল,
তুমি যদি চাও , হাঁটতে পারি ক্লান্ত শরীরে ;
নেবে যদি বল ,ভাগ দিতে পারি বহু যন্ত্রণার ।
বিষাক্ত স্মৃতির গল্প পারি শোনাতে ;
যখন তুমি পরবে ঘুমিয়ে –
আমার শহরের দূষিত বাতাস দিতেপারি তোমায়,
দেখাতে পারি ঊনুনে নিভে যাওয়া আগুন,
পথের আলোয় ঘুমিয়ে পরা শহর;
নিস্তবদ্ধতার চিৎকার তোমায় শোনাতে পারি।
কালো অন্ধকারে বহু রঙিন স্বপ্ন –
এরপরও যদি কিছু বাকি থেকে যায়;
নিয়ে যাব তোমায়-
যেখানে নিজের বেদনাকে তুমি চিনবে নিজের বলে;
নিজের একাকীত্ব অনুভূত হবে,
অতি প্রিয়জন যেখানে ঠকাবে তোমায়-
তুমি কাঁদবে, আর শুধু তোমার মধ্যে থাকা একটা তুমি শুনবে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast