হৃদয় অর্থনীতি
বড় সস্তা আজ মন , সমাজে –
অমূল্য বলে বিনামূল্যে বিক্রি হয়ে যাচ্ছে ।
হৃদয় তুলাযন্ত্রে গোলযোগ –
একটু বেশি দিয়ে দেয় দোকানদার ।
আমার সে খদ্দের , যাকে আমি দিয়েছি –
দাম সে কি দেবে !
খদ্দের আমার একটু বেশি কিপটে ,
অগত্যা বিনামূল্যে বিতরণ ।
বাজারে মুদ্রাস্ফীতি , দাম তবু বাড়াইনি ।
কেইনসিয় সমীকরণ গোলমেলে ঠেকে ,
জীবণ সূচক নেমেই চলেছে –
বড় টালমাটাল জীবনের অর্থনীতি ।
পড়ন্ত বাজারে , দুরন্ত ছোকরার সীমাহীণ প্রেম
জীবণের অর্থনীতিকে তার অর্থ বোঝাতে চায় ।
কিন্তু খদ্দের কে সন্তুষ্টকরা চাই ,
বড় সাচ্চা এ দোকানদার ।
ওহে খদ্দের ! চেয়ে দেখ চারিপাশে
বাজারে হৃদয় মূল্য বেড়েয় চলেছে ,শুধু কম এ দোকানে ।
ঠকে যেওনা বেশি দামে ভালো পাবে বলে ,
জীবণের গুদামে পচন ধরেছে , সাবধানে ।
জীবণ অর্থনীতি বেসামাল , মুদ্রাস্ফীতি চারিদিকে –
কিছু সমীকরণ বহু অর্থনীতিবিদ দেবে তোমায় ,
ঠকে যেওনা জীবণের অর্থনীতিতে ;
প্রিয় গ্রাহক , তোমার দোকানদার বড় সাচ্চা ।
অমূল্য বলে বিনামূল্যে বিক্রি হয়ে যাচ্ছে ।
হৃদয় তুলাযন্ত্রে গোলযোগ –
একটু বেশি দিয়ে দেয় দোকানদার ।
আমার সে খদ্দের , যাকে আমি দিয়েছি –
দাম সে কি দেবে !
খদ্দের আমার একটু বেশি কিপটে ,
অগত্যা বিনামূল্যে বিতরণ ।
বাজারে মুদ্রাস্ফীতি , দাম তবু বাড়াইনি ।
কেইনসিয় সমীকরণ গোলমেলে ঠেকে ,
জীবণ সূচক নেমেই চলেছে –
বড় টালমাটাল জীবনের অর্থনীতি ।
পড়ন্ত বাজারে , দুরন্ত ছোকরার সীমাহীণ প্রেম
জীবণের অর্থনীতিকে তার অর্থ বোঝাতে চায় ।
কিন্তু খদ্দের কে সন্তুষ্টকরা চাই ,
বড় সাচ্চা এ দোকানদার ।
ওহে খদ্দের ! চেয়ে দেখ চারিপাশে
বাজারে হৃদয় মূল্য বেড়েয় চলেছে ,শুধু কম এ দোকানে ।
ঠকে যেওনা বেশি দামে ভালো পাবে বলে ,
জীবণের গুদামে পচন ধরেছে , সাবধানে ।
জীবণ অর্থনীতি বেসামাল , মুদ্রাস্ফীতি চারিদিকে –
কিছু সমীকরণ বহু অর্থনীতিবিদ দেবে তোমায় ,
ঠকে যেওনা জীবণের অর্থনীতিতে ;
প্রিয় গ্রাহক , তোমার দোকানদার বড় সাচ্চা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৬/২০২০Very good