www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ থেকে অনেক বছর পরে

আজ থেকে অনেক বছর পরে ,
যদি দেখা হয় আবার তোমার সাথে ;
চিন্তে পারবে কি তুমি আমায় –
আর যাবেনা কি থমকে তোমারও হৃদয় ?
আজ থেকে অনেক বছর পরে ,
যদি দেখা হয় আবার তোমার সাথে ।

যদিও সময়ের ঢেউ তোমার
মনে ঘটনার পলি ফেলে দেয় ,
আর চাপা পরে যায় আজকের স্মৃতি,
জীবণের বালুচরে ।
সে দিনও কোথাও আমার নামের নিশান
উড়বেনা নাকি তোমার হৃদয়ে ?
গতিহীন হবেনা নাকি তোমার পা –
আমার ডাক শুনে ?
আজ থেকে অনেক বছর পরে
যদি দেখা হয় আবার তোমার সাথে ।

চিন্তে পারবে কি চোখ দুটি তোমার ,
শরীরের ভীরে নতুন এক শরীরকে ,
হৃদয় চেনার ক্ষমতা তোমার নেই –
আমি তা ভালোই জানি যে ।
বলতে পারবে কি তুমি ,
তোমার ডান পাশে থাকা কাউকে ,
এ আমার বন্ধু হয় ,
আজও ভালোবাসে আমাকে ।
আজ থেকে অনেক বছর পরে ,
যদি দেখা হয় আবার তোমার সাথে ।

সেদিন যদি আমি দিতে চাই তোমায় কোন উপহার ,
বন্দি হাত তোমার না চাইলেও ,
মন কি পেতে চাইবেনা সে উপহার ?
যদিও বা সময় সাইরেন দেয় বাজিয়ে
চাইবে না কি তুমি আর দুটি কথা বলতে ?
আজ থেকে অনেক বছর পরে ,
যদি দেখা হয় আবার তোমার সাথে ।

যদি অচিন দেশে উরে যায়
আবার তোমার মন পাখি ,
বাধতে পারবে কি তুমি ,
শুনবে কি তোমার কোন শাসন ?
আজকের মেঘলা আকাশ
যদি সেদিন নীল হয় ,
ভুল করে আরে একবার নিজেকে
তুমি নীলাভ করবে না নাকি বোধহয় ?
আজ থেকে অনেক বছর পরে
যদি দেখা হয় আবার তোমার সাথে ।

রক্ত তোমার ধমনির ভেতর দিগুন বেগে ছুটবে ,
হৃদয় তার কম্পন বারিয়ে দেবেনা নাকি ?
চোখের পাতা দুটি একবার ঝুঁকে ,
চোখে থাকা নোনা জল আটকাবার
বৃথা চেষ্টা করবেনা নাকি ?
আজ থেকে অনেক বছর পরে ,
যদি দেখা হয় আবার তোমার সাথে ।

তুমি কি পারবে আটকাতে
তোমার মন চাতককে ?
তুমি কি পারবে আবেগহীন ভবে বলতে ,
না , আপনাকে চিনি না বলতে ?
সময় কি পারবে এভাবে কোথাও
আবার তোমার সাথে আমার দেখা করাতে ?
আজ থেকে অনেক বছর পরেও
যদি আর কোন দিনও দেখা না হয় তোমার সাথে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ লিখা, অনেক ভালো লাগলো প্রিয় কবি!
  • ফয়জুল মহী ১৪/০৫/২০২০
    Beautiful pome
  • অসাধারণ।
  • ইসমাইল জসীম ১৪/০৫/২০২০
    খুব ভালো লাগলো। অনেক বছর পর যখন আবার আজকের বর্তমানকে দেখেতে পাবেন। তখন সে ঠিকই চিনতে পারবে। আপনি পারবেন তো?
  • ফয়জুল মহী ১৪/০৫/২০২০
    অনন্য অপূর্ব শব্দ বুনন
  • চমৎকার।
 
Quantcast