দীপজয় গাঙ্গুলী
দীপজয় গাঙ্গুলী-এর ব্লগ
-
সে দিন তুমি আমায় নাইবা রাখলে মনে ,
সেদিন তুমি আমায় যেতেই পার ভুলে ;
মিছরির স্বাদ সিরাতে খুঁজে পেলে –
তুমি আমায় যেতেই পার ভুলে । [বিস্তারিত] -
দিতেপারি তোমায়
আমার হাঁপানো দিন ,আমার চুরি যাওয়া স্বপ্নের রাত-
তোমায় দিতেপারি।
আরও দিতে পারি বহু খুঁড়ে চোখের গভীরে থাকা একফোঁটা জল, [বিস্তারিত] -
বড় সস্তা আজ মন , সমাজে –
অমূল্য বলে বিনামূল্যে বিক্রি হয়ে যাচ্ছে ।
হৃদয় তুলাযন্ত্রে গোলযোগ –
একটু বেশি দিয়ে দেয় দোকানদার । [বিস্তারিত] -
আজ থেকে অনেক বছর পরে ,
যদি দেখা হয় আবার তোমার সাথে ;
চিন্তে পারবে কি তুমি আমায় –
আর যাবেনা কি থমকে তোমারও হৃদয় ? [বিস্তারিত] -
আবেগঘন শীতের দুপুরে মৃয়মান সূর্যালোক ,
বেগুনি এ আকাশে জীবন্ত প্রতীক্ষা , হায় !
বহু বছরে সেই ইচ্ছে আজ আরও প্রবল হল ;
হাঁড় কাপান এক স্বপ্নীল শব্দে যখন – [বিস্তারিত]