আমাদের পরিবেশ
আমরা রক্ষা করি না
পরিবেশ রক্ষা করে আমাদের,
একথা মনে রেখেও
গাছ কাটি লাগাই না গাছেদের।
পলিথিনের ব্যবহারে
ইচ্ছেখুশি মত ভরাট হয় নালা
প্লাস্টিকে মোড়া মাটি
জল দূষণে আনে রোগের ডালা।
চারদিকে ইট পাথরে
বিন্দাস প্রাসাদ গড়ছে সভ্যতা
সবুজ খুঁজছে অরন্য
নদী হারিয়ে ফেলছে নাব্যতা।
জীবের ভারসাম্যে
মাথা ব্যথা নেই সংরক্ষনের
আমরা গাছ কাটি
ক'জন আর লাগাই গাছেদের?
পরিবেশ রক্ষা করে আমাদের,
একথা মনে রেখেও
গাছ কাটি লাগাই না গাছেদের।
পলিথিনের ব্যবহারে
ইচ্ছেখুশি মত ভরাট হয় নালা
প্লাস্টিকে মোড়া মাটি
জল দূষণে আনে রোগের ডালা।
চারদিকে ইট পাথরে
বিন্দাস প্রাসাদ গড়ছে সভ্যতা
সবুজ খুঁজছে অরন্য
নদী হারিয়ে ফেলছে নাব্যতা।
জীবের ভারসাম্যে
মাথা ব্যথা নেই সংরক্ষনের
আমরা গাছ কাটি
ক'জন আর লাগাই গাছেদের?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৬/০৬/২০২১Sundor
-
আলমগীর সরকার লিটন ০৬/০৬/২০২১বেশ বোধশয়
-
ফয়জুল মহী ০৫/০৬/২০২১অসাধারণ লেখা। খুব ভালো লাগল
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৬/২০২১কথা সত্য।