গোপলার কথা - ৯২
ইচ্ছা
----
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ইচ্ছার উপরে তার জীবন চলমান হতে পারে যদি তার কর্ম সেই পথে এগিয়ে যায়। ইচ্ছে করলাম আর পূরণ হয়ে গেল তা তো নয়। সেই ইচ্ছে পূরণের জন্য কর্মই জীবনকে এগিয়ে নিয়ে যায়। কর্মেই মানুষের জীবন ও জীবনী লিপিবদ্ধ থাকে।
সবার ইচ্ছে হয় ভাল ভাল খাবদাব আরাম আয়েশ করে জীবন কাটাব। কোটিপতি হব। বিখ্যাত হব। প্রভু হব। সবাইকে হুকুম জারি করব। কিংবা মানুষের মত মানুষ হব।
ইচ্ছে করলেই এসব বাস্তবে হয় না। কিংবা হতে হলে বা পেতে হলে যে কঠিন লড়াই দরকার হয় সেই কর্মই হল মানুষের জীবন। আবার সেই কর্মের কঠোর অনুশীলনই ইচ্ছার বহিঃপ্রকাশ। আবার ইচ্ছে ছিল বলে কর্ম এত সহজ হল। লক্ষে পৌঁছনোর কঠোর কঠিন আর কঠিন থাকল না।
আবার অনেকের ইচ্ছে ছিল না। তবু কর্মের পদ্ধতির মধ্যে ঢুকে গিয়ে সে মানুষ জীবন খুঁজে পেল। তাই সে বড় হল বিখ্যাত হল আরাম আয়েশ যাপন করল।
এভাবেই ইচ্ছা মানুষ কর্মের আহ্বানে এগিয়ে নিয়ে যায়। কিংবা কর্ম মানুষের ইচ্ছার দাসানুদাস হয়ে জীবন হয়ে যায়। আসলে মানুষের এই যে ইচ্ছে মন মানসিকতা এবং কর্ম সবই মানুষের কাছে মানুষ হওয়ার আয়না। কর্মই সব কিন্তু কোন ইচ্ছা নেই তো সারাজীবন শুধু খেটে খেটে মরব? আবার খাটতে খাটতে জীবনটাই চলে গেল কোন প্রকার ইচ্ছেই পূরণ হল না। কি হবে জীবন হয়ে?
ইচ্ছের কোন মেরুদণ্ড থাকে না। সে কর্মে উপর দাঁড়িয়ে থাকে। পৃথিবীর বুকে কর্মই জীবন। নিজেকে পৃথিবীকে এবং জনপদকে এগিয়ে নিয়ে যাওয়ার একটাই রাস্তা কর্ম। এবং ইচ্ছে শক্তির অদম্য অনুপ্রেরণা। কর্মের পথে একে অপরের পরিপূরক।
----
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মানুষের ইচ্ছার উপরে তার জীবন চলমান হতে পারে যদি তার কর্ম সেই পথে এগিয়ে যায়। ইচ্ছে করলাম আর পূরণ হয়ে গেল তা তো নয়। সেই ইচ্ছে পূরণের জন্য কর্মই জীবনকে এগিয়ে নিয়ে যায়। কর্মেই মানুষের জীবন ও জীবনী লিপিবদ্ধ থাকে।
সবার ইচ্ছে হয় ভাল ভাল খাবদাব আরাম আয়েশ করে জীবন কাটাব। কোটিপতি হব। বিখ্যাত হব। প্রভু হব। সবাইকে হুকুম জারি করব। কিংবা মানুষের মত মানুষ হব।
ইচ্ছে করলেই এসব বাস্তবে হয় না। কিংবা হতে হলে বা পেতে হলে যে কঠিন লড়াই দরকার হয় সেই কর্মই হল মানুষের জীবন। আবার সেই কর্মের কঠোর অনুশীলনই ইচ্ছার বহিঃপ্রকাশ। আবার ইচ্ছে ছিল বলে কর্ম এত সহজ হল। লক্ষে পৌঁছনোর কঠোর কঠিন আর কঠিন থাকল না।
আবার অনেকের ইচ্ছে ছিল না। তবু কর্মের পদ্ধতির মধ্যে ঢুকে গিয়ে সে মানুষ জীবন খুঁজে পেল। তাই সে বড় হল বিখ্যাত হল আরাম আয়েশ যাপন করল।
এভাবেই ইচ্ছা মানুষ কর্মের আহ্বানে এগিয়ে নিয়ে যায়। কিংবা কর্ম মানুষের ইচ্ছার দাসানুদাস হয়ে জীবন হয়ে যায়। আসলে মানুষের এই যে ইচ্ছে মন মানসিকতা এবং কর্ম সবই মানুষের কাছে মানুষ হওয়ার আয়না। কর্মই সব কিন্তু কোন ইচ্ছা নেই তো সারাজীবন শুধু খেটে খেটে মরব? আবার খাটতে খাটতে জীবনটাই চলে গেল কোন প্রকার ইচ্ছেই পূরণ হল না। কি হবে জীবন হয়ে?
ইচ্ছের কোন মেরুদণ্ড থাকে না। সে কর্মে উপর দাঁড়িয়ে থাকে। পৃথিবীর বুকে কর্মই জীবন। নিজেকে পৃথিবীকে এবং জনপদকে এগিয়ে নিয়ে যাওয়ার একটাই রাস্তা কর্ম। এবং ইচ্ছে শক্তির অদম্য অনুপ্রেরণা। কর্মের পথে একে অপরের পরিপূরক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০২/২০২১ভাললাগা রইলো।