www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার দেশ আমার অহংকার

চারিদিকে এত বাজারকরা আর গুটখার পলিথিন
ব্যবহার করা ড্রাইপার ন্যাপকিন
বিস্কুট আর খাবারের প্যাকেট প্লাস্টিক বোতল
ডাঁই হয়ে পড়ে আছে।
রোজ বাবুরা এসব এত ফেলে
আর মাইনে করা আর একদল চেষ্টা করে
এসব সাফসুতরো করে রাখার, কিন্তু পারে না।
এটুকু বাদ দিলে আমার দেশ আমার অহংকার।

আইনের ফাঁক গলে বড় বড় পদে চাটুকার,
রাস্তায় রোজ ট্রাফিক আইন ভেঙে পার করে দেয় রক্ষক,
আইন ভাঙা ও ভাঙতে সাহায্য করা নাগরিকের সংখ্যা
দেশের জনসংখ্যার চেয়েও বেশি,
বিচারের বাণী পয়সার আদালতে ঘুরে ফেরে,
এইট পাশ মনোজ দাদাকে সবাই চেনে
কিন্তু পিএইচডি করা সত্যসুন্দরকে কেউ চেনে না,
সত্য ভাষণের এ রকম মর্মান্তিক অস্তিত্বটুকু বাদ দিলে
আমার দেশ সত্যিই আমার অহংকার।

নেতা ধর্ম নেতা কর্ম নেতা বর্ম
নেতাই পরম সৌভাগ্য,
নেতার সেই ক্ষমতা ইছে খুশি বদলে ফেলতে পারে
যে কোন গোষ্ঠী যে কোন অঞ্চল যে কোন সাধারণ,
কোন কেস নেই, কোন না শোনার ধাত নেই,
সারা এলাকায় সাঙ্গপাঙ্গ অফিসার শকট নিয়ে
ভয় কায়েম করা রাস্তায় বিন্দাস যাতায়াত,
গণতান্ত্রিক পদ্ধতি বড়ই জটিল, ধাঁধাঁর আশ্চর্য সূচক
ব্যাক্তি স্বাধীনতা শুধুই বাবুর নামে জয়ধ্বনি।
এটুকু বাদ দিলে শস্য শ্যামল সবুজ বনানী ঘেরা
পাহাড় সমুদ্র নদনদী সব মিলিয়ে
সত্যিই আমার দেশ আমার আহংকার।

একলা মেয়ে বাড়ি ফিরতে পারছে না
ফিরলেও কিভাবে ফিরবে কেউ জানে না,
ধর্ষকাম বিচারের নামে খাপ বসিয়ে
শাসিয়ে যায় ঘরে ঘরে,
ইজ্জত পুষবি? নাকি বিলিয়ে দিবি বাবুদের ইচ্ছে খুশিমত?
স্কুলের পাশে টিউশনের আখড়া
পড়াশুনায় একের পিঠে অনেক দূরে দুটো শূন্য
বাই একশোতে একশো নম্বরের ডালি।
তৈল মর্দন পুরস্কারের প্রথম দ্বিতীয় ও শেষ ধাপ,
সংস্কৃতির পীঠস্থানে স্বর্ণাক্ষর চর্চা
পশ্চিমী হাওয়া লেগেছে পালে
জেগেছে দেশ অনুকরণ অনুসারী হয়ে বিন্দাস স্ফূর্তি।
এটুকু বাদ দিতে চেয়ে বাদ দিতে না পারা
আমার দেশ আমার অহংকার।

ভাটিয়ালী বাউল গেয়ে গেয়ে কে যেন ডিঙি বায়
শান্তির পুষ্প বৃষ্টিতে স্নান করছে রাষ্ট্রীয় দীপ্তি।
এসো সবাই আমরা আবার জাতীয়তাবাদী গান গাই
আমার দেশ আমার অহংকার,
জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে আসীন আবার
বারবার আরবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর ভাবনা।
  • সুন্দর কবিতা
  • ফয়জুল মহী ১৫/০১/২০২১
    Right. Best wishes
 
Quantcast