www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসি তোমাকে

ভালো লাগে মন তাই লিখছে তোমাকে
আঁকছে মুখের ছবি হৃদয়ে তোমাকে ;
গুনগুন ভালো থাকা গাইছে তোমাকে
পৃথিবীর রঙ রূপে দেখছে তোমাকে।
ফুটছে গোলাপ ফুল সুন্দর তোমাকে
রঙ মাখাই রামধনু আঁকছি তোমাকে ,
রোদ ভালো সজীবতা ভাবাই তোমাকে
ভালো থাক বিলাসিতা পোড়াই নিজেকে ।

ভালো থেকো বলে উঠি চিন্তায় তোমাকে
ভালো আশা ঘুম ভেঙে জাগাই তোমাকে ,
ভালো থাক সব সীমা ওপারে তোমাকে
ভালো আছি শান্তি সুখে এপারে আমাকে ;
ভালো হোক সকলের ভাবি যে তোমাকে
ভালো থাক এ আগামী সৃজনে নিজেকে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast