পড়াশুনা
অনেকদিন পরে সুদীপ্তর সঙ্গে দেখা হল। ও বলল ও এখন ভারত সরকারের যোজনা কমিশনে কাজ করে।
পিছনের বেঞ্চিতে বসত। পড়া পারত না। মোটামুটি রেজাল্ট করে কলেজে গেল। আমিও মাস্টার ডিগ্রির পরে একটা কাজ যোগাড় করে সংসারী।
জিজ্ঞেস করলাম, এইসব পোষ্টে যেতে হলে কি করতে হয়? ও বলল - কি আবার? পড়াশুনা করলেই এরকম অনেক রাস্তা খোলা থাকে।
বাড়ি ফিরে দেখলাম ছেলে পড়ছে। মেয়েকে বললাম - আমি চা করছি। তুই পড়তে বস।
মিসেস আমার দিকে তাকিয়ে ছেলেকে যোগ বিয়োগ শেখাতে লাগল।
আমিও চায়ে চুমুক দিয়ে অনেকদিন পরে একটা বই টেনে নিলাম।
পিছনের বেঞ্চিতে বসত। পড়া পারত না। মোটামুটি রেজাল্ট করে কলেজে গেল। আমিও মাস্টার ডিগ্রির পরে একটা কাজ যোগাড় করে সংসারী।
জিজ্ঞেস করলাম, এইসব পোষ্টে যেতে হলে কি করতে হয়? ও বলল - কি আবার? পড়াশুনা করলেই এরকম অনেক রাস্তা খোলা থাকে।
বাড়ি ফিরে দেখলাম ছেলে পড়ছে। মেয়েকে বললাম - আমি চা করছি। তুই পড়তে বস।
মিসেস আমার দিকে তাকিয়ে ছেলেকে যোগ বিয়োগ শেখাতে লাগল।
আমিও চায়ে চুমুক দিয়ে অনেকদিন পরে একটা বই টেনে নিলাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ জানা ১৫/০৬/২০২০পড়ার কনো বাছবিচার নয়.........
-
কাজী জুবেরী মোস্তাক ২৬/১১/২০১৯পড়তে হবে এর কোন বিকল্প নেই
-
আরজু নাসরিন পনি ২৬/১১/২০১৯জি, পড়ার বিকল্প নেই।