সব পারি
যেমন খুশি নাচতে পারি গাইতে পারি আমি
ইচ্ছে মতন আঁকতে পারি লিখতে পারি আমি
বলতে পারি শুনতে পারি দেখতে পারি সবই
ভাবতে চাইলে ভাবতে পারি সারাদিনের ছবি।
দুঃখে যেমন দুঃখ পাই সুখেও আমার সুখ
হাসতে পারি কাঁদতে পারি দেখি যেমন মুখ
শিখতে আমি ভালই পারি বুঝতে পারি জীবন
সবার মত একই আমি মানুষের যা গড়ন।
তবু কেন আমাকে তোমরা বন্দী করে রাখো
মেয়ে আমি তাই কি এমন সামাজিক সাঁকো?
ইচ্ছে মতন আঁকতে পারি লিখতে পারি আমি
বলতে পারি শুনতে পারি দেখতে পারি সবই
ভাবতে চাইলে ভাবতে পারি সারাদিনের ছবি।
দুঃখে যেমন দুঃখ পাই সুখেও আমার সুখ
হাসতে পারি কাঁদতে পারি দেখি যেমন মুখ
শিখতে আমি ভালই পারি বুঝতে পারি জীবন
সবার মত একই আমি মানুষের যা গড়ন।
তবু কেন আমাকে তোমরা বন্দী করে রাখো
মেয়ে আমি তাই কি এমন সামাজিক সাঁকো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৫/০৩/২০১৮Sundor
-
সাঁঝের তারা ১৪/০৩/২০১৮ঠিকই - কেন ঘরে আটকে রাখা ...
-
সৌমেন সেন ১৪/০৩/২০১৮শুভ কামনা নিরন্তর।
আমার ক্ষুদ্র পাতায় ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়। -
মীর মুহাম্মাদ আলী ১৪/০৩/২০১৮অনন্য
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৩/২০১৮ভালো।
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৩/০৩/২০১৮Sundor.!