ইচ্ছে রঙের ডানা
দূরের পথে ওই যে দেখি দাঁড়িয়ে আছে দিগন্ত
আমার আমি খুঁজে পাওয়া তুমি তুমি অনন্ত
হারিয়ে যাওয়া সীমানাতে আকাশ ঘন নীল
গাছেরা সব দাঁড়িয়ে আছে খুঁজছে মনের মিল।
মাটির রূপে মুক্তো ঝরা চলতে চলতে দেখি
ডানায় আমার প্রভাত ফেরি সূর্য বলে একি!
পারাপারের ওপারে ওই ভাঙছে কত ঢেউ
বরফচূড়ায় সন্ধ্যা নামে বিকেলবেলার কেউ।
চাঁদের কণায় স্নিগ্ধ তুমি বদল ঋতুর মুখ
অনেক দিনের সফর শুরু মায়াবন্দী সুখ
ইচ্ছে রঙে রঙ লেগেছে ফাগুন বারো মাস
চলো এবার বেরিয়ে পড়ি এই তো অবকাশ।
আমার আমি খুঁজে পাওয়া তুমি তুমি অনন্ত
হারিয়ে যাওয়া সীমানাতে আকাশ ঘন নীল
গাছেরা সব দাঁড়িয়ে আছে খুঁজছে মনের মিল।
মাটির রূপে মুক্তো ঝরা চলতে চলতে দেখি
ডানায় আমার প্রভাত ফেরি সূর্য বলে একি!
পারাপারের ওপারে ওই ভাঙছে কত ঢেউ
বরফচূড়ায় সন্ধ্যা নামে বিকেলবেলার কেউ।
চাঁদের কণায় স্নিগ্ধ তুমি বদল ঋতুর মুখ
অনেক দিনের সফর শুরু মায়াবন্দী সুখ
ইচ্ছে রঙে রঙ লেগেছে ফাগুন বারো মাস
চলো এবার বেরিয়ে পড়ি এই তো অবকাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ০৯/০৮/২০১৭👍👍
-
আমি-তারেক ০৮/০৮/২০১৭sundor lekhoni ... suveccha onek...
-
কামরুজ্জামান সাদ ০৮/০৮/২০১৭লেখনশৈলী দারুন
-
দেবাশীষ দিপন ০৭/০৮/২০১৭ছন্দময়!