www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোপলার কথা ২৩

লাইন
-------
লাইনে দাঁড়াতে সবারই কষ্ট হয়। কখন আমার পালা আসবে তাই ভাবতে ভাবতে পায়ের কষ্ট বাড়তেই থাকে। তাও কিছু করার থাকে না। দরকার যখন আমার, তখন অপেক্ষা করতেই হবে। ওই তো সামনে কয়েকজন, তারপরেই আমি এসে যাব।
তার মাঝে কিছুজন ফোঁস করে ওঠে – আর কতক্ষণ? আমাদের কি মানুষ মনে করেন? এদের কাছে আমরা গরু ছাগলের সমান। বেশ ফ্যানের ঠাণ্ডা বাতাসে ভালই আছেন।
কেউ কেউ তো আর একটু গলা ছড়ায় – আর বলবেন না মশাই দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। খোঁজ নিন ভেতরে ভেতরে মামা কাকাদের পাইয়ে দেওয়ার ভোজ চলছে।
– তাই তো, আমাদের দেশে এই মামা কাকারা এত বেড়ে গেছে যে কি বলব? এদের জ্বালায় সাধারণের প্রাণ ওষ্ঠাগত। কিছু করার নেই, গলা তুললেই আপনার বিপদই বেশি।
তবুও কিছু করার নেই, এক পা এক পা করে এগিয়ে চলেছি যদি আমারটা এসে যায়। আমিও পৌঁছে যাব লাইনের একেবারে প্রথমে। মজার বিষয় হল, যেই আমি সামনে এসে যাব অথবা আমার হয়ে যাবে, আমি বিন্দাস চলে যাব। পেছনের কথা ভুলে যাব।
আর মনে রেখেও বা করব কি? লাইনে তো দাঁড়াতে হবেই। অনেকেই যদি একই প্রাপ্তির দিকে ঝুঁকে পড়ে তাহলে তো লাইনে একে একে আসতেই হবে? জনগণও সেভাবেই আসতে চায়।
কিন্তু এই লাইনে দাঁড়ানোর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে লাইনের দিকে যারা মুখ করে আছে তাদেরকে। সেই মুখের দিকে আপামর তাকিয়ে। সেখানের ঠিক অবস্থান, স্বচ্ছ ভাবনার দিশা, যত দিন না হবে ততদিন লাইন বাড়তেই থাকবে। কষ্টও বাড়বে আরো।
লাইনে দাঁড়িয়ে কষ্ট করেও যদি দেখি না-লাইনের ফায়দায় কত কি ঘটে যাচ্ছে, তাহলে সেই কষ্ট অসন্তোষের চেহারা নেবেই। সারা রাত ধরে খোলা ছাদের নীচে আপ্রাণ অপেক্ষার লাইনে কাঁচকলা জুটলে, দেশে বা আমার মঙ্গল হবে কি? যে পাঁচজন পাবে তারা যদি ঠিক পায় তাহলে আমার এতক্ষণ দাঁড়ানোতে কোন কষ্ট থাকবে না। আমি তো জানলাম, যাদের পাওয়ার তারাই পেল। বাহ! আমাকে আরো কষ্ট করতে হবে।
কিন্তু তা হচ্ছেই না। লাইন বাড়ছে। প্রাপ্তি ঘটছে বহু বে-লাইনে। তাই লাইনের দিকেই তাকিয়ে লাইন নিয়ন্ত্রিত হোক। লাইনের দিকে মুখটা যেন লাইনকে চিনতে শেখে। আর তাকে সঠিক ভাবে লাইন দেখতে শেখার পরিস্থিতি যেন গড়ে ওঠে।
তাহলে জীবনে সবার লাইন আরো সহজ হবে।
এই লাইনের সীমারেখায় আমি দণ্ডায়মান।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১০৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast