দাঁড়িয়ে ভাবুক
রোজই আবেগ হচ্ছে ফেরি
সস্তা স্রোতের ভিড়ে,
মূল্য পায় নি সাড়ে চুয়াত্তর
খাচ্ছে শুকনো চিড়ে।
শূন্য দৃষ্টি ফ্যাকাশে বিকৃতির
কেউ ভাবেনি দাঁড়ানো
শুকনো ক্ষেতে হাহাকার মুখ
থাকছে স্মৃতি জড়ানো।
বলতেই পারো ওরা কেউ না
আমিও ছিলাম দূরে
আবেগ ভাসিয়ে স্রোতের দর্প
অস্বস্তি দেয় ছুড়ে।
সস্তা স্রোতের ভিড়ে,
মূল্য পায় নি সাড়ে চুয়াত্তর
খাচ্ছে শুকনো চিড়ে।
শূন্য দৃষ্টি ফ্যাকাশে বিকৃতির
কেউ ভাবেনি দাঁড়ানো
শুকনো ক্ষেতে হাহাকার মুখ
থাকছে স্মৃতি জড়ানো।
বলতেই পারো ওরা কেউ না
আমিও ছিলাম দূরে
আবেগ ভাসিয়ে স্রোতের দর্প
অস্বস্তি দেয় ছুড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী ফাহিম খান ০৯/০২/২০১৬ভালো লাগলো কবি বন্ধু॥ কবিতাটি অনেকেই বুঝতে পারেনি কারণ ওদের কাব্যের চোঁখ নেই॥
-
দেবাশীষ দিপন ০৯/০২/২০১৬ভালো লেগেছে কবি।
-
অভিযান পাল ০৯/০২/২০১৬সত্যিই ভাবনা খানিকটা এলোমেলো । বোঝা যায় না ঠিক কী বলতে চাইছেন । প্রকাশ ততটা কাব্যিক হল না । আরো ভালো কিছুর প্রত্যাশায় থাকলাম । ধন্যবাদ ভালো থাকুন ।
-
পরশ ০৯/০২/২০১৬খুবই আবেকময়
-
সালাম আলী আহসান ০৯/০২/২০১৬আপনি কি লেখছেন, তা বোধহয় আপনি নিজেই বুঝতে পারেন না! কবিতা ছন্দ মিলিয়ে অর্থহীন কথা নয়! লেখার আগে লেখার ভাব বা প্রকাশ অর্থ বুঝে তারপর লেখেন। বেশী বেশী বই পড়ুন।
-
বিদ্রোহী ফাহিম খান ০৯/০২/২০১৬অসাধারণ
-
দ্বীপ সরকার ০৯/০২/২০১৬অনেক ভালো লাগলো।
-
ধ্রুব রাসেল ০৯/০২/২০১৬ভাল লাগলো।