বাহ বেশ
গাছের ডালে বিজ্ঞাপন ঝুলিয়ে
প্রচারে নেমে পড়ে সর্বাংশ ,
পাতা গুটিয়ে যায় ছাল বাকলে
পূর্নতা মাপে নিজের ভগ্নাংশ ।
দূরে ধেয়ে আসে আঘাত সমূলে
কামড়ে ধরে তারই জমিন
হাজার গণ্ডা লোভের প্রসরাতেও
বেশ বলে -ওরে, কুলি কামিন !
প্রচারে নেমে পড়ে সর্বাংশ ,
পাতা গুটিয়ে যায় ছাল বাকলে
পূর্নতা মাপে নিজের ভগ্নাংশ ।
দূরে ধেয়ে আসে আঘাত সমূলে
কামড়ে ধরে তারই জমিন
হাজার গণ্ডা লোভের প্রসরাতেও
বেশ বলে -ওরে, কুলি কামিন !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ০২/১২/২০১৫ভালো লাগলো। প্রসরায়ও কথাটায় ধন্ধ থাকলো।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০১/১২/২০১৫ভালোই
-
রুহুল আমীন রৌদ্র. ০১/১২/২০১৫বেশ ভাল লাগলো কবি।
-
মোহাম্মদ আয়নাল হক ০১/১২/২০১৫ভালো লাগা জানবেন প্রিয় কবি