www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রকট হয়ে যাই

নিজেকে আর খাঁচায় বন্দী করি না
মেলে দিই আকাশ তলে
নদীর উজান স্রোতে
অশান্ত সময় ঘুর্ণি বায়ে
সূর্যের প্রখর দহন তাপে ।
বার বার ঠোক্কর খাই দরজায় দরজায়
বালির টুকরো টুকরো খন্ডে ভেঙে গুড়িয়ে যাই
সাজানো অসমাপ্ত জীবন ধুলিসাৎ হয়ে যায়
আর কখনও কখনও জ্বলে পুড়ে ছাই হয়ে যাই
তবুও জেনে গেছি আমি জীবন এমনটাই ।
তাই আমার মননে নিজেকে আমি
মেলে ধরি তোমার হাত ধরা জীবন ছোঁয়ায় ।
-০-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • উপলব্ধি। অনেক মূল্যবান। ভাল হয়েছে। শুভেচ্ছা কবিকে।
  • Md. Ashik Hossain Rone ৩১/১০/২০১৫
    খুব ভালো লাগলো
  • চমৎকার খুব ভাল লাগলো ।
  • শমসের শেখ ৩০/১০/২০১৫
    বেশ ভালো লিখেছেন
  • খুব ভালো লাগলো
  • মোহাম্মদ রাশেদ ৩০/১০/২০১৫
    বেশ ভাল লিখছেন
  • ভালো লাগলো।
  • ২৯/১০/২০১৫
    বেশ ভালো হয়েছে ।
  • মোবারক হোসেন ২৯/১০/২০১৫
    মেলে ধরা মানেই উজাড় করে দেওয়া নয়।কখনো কখনো
    স্রোতের গতি পথেও বাধার সৃস্টি হয়। আর যে বাধা দেয় সে হল ছদ্মনামে স্বার্থ।ধন্য বাদ কবি।
  • মুরাদ হোসেন ২৯/১০/২০১৫
    সমস্ত ব্যার্থতাকে দূরে ঠেলে শূন্য থেকে নতুনের হাতছানিতে জেগে উঠার প্রবণতা কবিতার মধ্যে প্রকট হয়েছে প্রবল ভাবে ।
    ভালো লাগলো কবি বন্ধুর প্রকাশ ।
 
Quantcast