আমরাই আমাদের
আমার কথা আমিই জানিনা
তোমাকে বলবো কেমন করে ,
তুমিও কি জানো তোমার সব
কতটা আছে তোমার অন্তরে ।
কথা ঘুরেফিরে তোমার আমার
হয়তো বা একা , একা হারিয়ে ,
অনুভূতির আঁচড়েই দরজা
থাকে জানলায় মুখ বাড়িয়ে ।
নিজেরই ঠিকঠাক জানাশোনায়
কত কি যে থেকে যায় বাকি ,
আমি তুমি শুধু ভেতরে বাইরে
থেকে যায় অনেকটাই ফাঁকি ।
যেটুকু হৃদয় ছুঁয়ে যায় হৃদয়ে
তাও তো না-বলা অনুরণন
পথিকের পথ অজানা চলা
তুমি আমি’র আংশিক কথন ।
সম্পূর্নের বিভাজন হয়তো তাই
আজও চলে রেখায় রেখায়
এ খোঁজে এটা আর ও খোঁজে ওটা
অবস্থান অসমান থেকে যায় ।
এবার আর তুমি নয় আমিও নয়
অন্য কোন হয়তো বা অন্য কেউ
শান্তির অসম লোভ আমাদের
জাগিয়ে রাখে ওই দূরের ঢেউ ।।
তোমাকে বলবো কেমন করে ,
তুমিও কি জানো তোমার সব
কতটা আছে তোমার অন্তরে ।
কথা ঘুরেফিরে তোমার আমার
হয়তো বা একা , একা হারিয়ে ,
অনুভূতির আঁচড়েই দরজা
থাকে জানলায় মুখ বাড়িয়ে ।
নিজেরই ঠিকঠাক জানাশোনায়
কত কি যে থেকে যায় বাকি ,
আমি তুমি শুধু ভেতরে বাইরে
থেকে যায় অনেকটাই ফাঁকি ।
যেটুকু হৃদয় ছুঁয়ে যায় হৃদয়ে
তাও তো না-বলা অনুরণন
পথিকের পথ অজানা চলা
তুমি আমি’র আংশিক কথন ।
সম্পূর্নের বিভাজন হয়তো তাই
আজও চলে রেখায় রেখায়
এ খোঁজে এটা আর ও খোঁজে ওটা
অবস্থান অসমান থেকে যায় ।
এবার আর তুমি নয় আমিও নয়
অন্য কোন হয়তো বা অন্য কেউ
শান্তির অসম লোভ আমাদের
জাগিয়ে রাখে ওই দূরের ঢেউ ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Ashik Hossain Rone ৩১/১০/২০১৫অসাধারণ লিখেছেন।
-
মোহাম্মদ রাশেদ ৩০/১০/২০১৫নিজেকে নিয়ে লিখলে আরো অসাধারণ হত কবিতা টা
-
মোহাম্মদ রাশেদ ৩০/১০/২০১৫নিজেকে নইয়ে লিখলে আরো অসাধারণ হত কবিতা টা
-
মোঃনাজমুল হাসান ২৯/১০/২০১৫আমাদের ব্যবহার না করে, আমি ব্যবহার করলে আরও মাধুর্য বাড়ানো যেত।
"আমার কথা আমিই জানি না,
তোমায় বলবো কেমন করে। "
এভাবে মনে হয় ভাল হত।
তারপরও ভালো হইছে। শুভকামনা। -
দ্বীপ সরকার ২৯/১০/২০১৫ভালো লাগলো।
-
শমসের শেখ ২৯/১০/২০১৫ছন্দ হয়নি কবিতায়, তাছারা কবিতার মূল ভাবটাই এলোমেলো। এভাবে না লিখে কোন নির্দিষ্ট একটা বিষয় নিয়ে লিখেন অনেক ভালো হবে।