www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরাই আমাদের

আমার কথা আমিই জানিনা
তোমাকে বলবো কেমন করে ,
তুমিও কি জানো তোমার সব
কতটা আছে তোমার অন্তরে ।
কথা ঘুরেফিরে তোমার আমার
হয়তো বা একা , একা হারিয়ে ,
অনুভূতির আঁচড়েই দরজা
থাকে জানলায় মুখ বাড়িয়ে ।
নিজেরই ঠিকঠাক জানাশোনায়
কত কি যে থেকে যায় বাকি ,
আমি তুমি শুধু ভেতরে বাইরে
থেকে যায় অনেকটাই ফাঁকি ।
যেটুকু হৃদয় ছুঁয়ে যায় হৃদয়ে
তাও তো না-বলা অনুরণন
পথিকের পথ অজানা চলা
তুমি আমি’র আংশিক কথন ।
সম্পূর্নের বিভাজন হয়তো তাই
আজও চলে রেখায় রেখায়
এ খোঁজে এটা আর ও খোঁজে ওটা
অবস্থান অসমান থেকে যায় ।
এবার আর তুমি নয় আমিও নয়
অন্য কোন হয়তো বা অন্য কেউ
শান্তির অসম লোভ আমাদের
জাগিয়ে রাখে ওই দূরের ঢেউ ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Ashik Hossain Rone ৩১/১০/২০১৫
    অসাধারণ লিখেছেন।
  • মোহাম্মদ রাশেদ ৩০/১০/২০১৫
    নিজেকে নিয়ে লিখলে আরো অসাধারণ হত কবিতা টা
  • মোহাম্মদ রাশেদ ৩০/১০/২০১৫
    নিজেকে নইয়ে লিখলে আরো অসাধারণ হত কবিতা টা
  • মোঃনাজমুল হাসান ২৯/১০/২০১৫
    আমাদের ব্যবহার না করে, আমি ব্যবহার করলে আরও মাধুর্য বাড়ানো যেত।

    "আমার কথা আমিই জানি না,
    তোমায় বলবো কেমন করে। "

    এভাবে মনে হয় ভাল হত।

    তারপরও ভালো হইছে। শুভকামনা।
  • দ্বীপ সরকার ২৯/১০/২০১৫
    ভালো লাগলো।
  • শমসের শেখ ২৯/১০/২০১৫
    ছন্দ হয়নি কবিতায়, তাছারা কবিতার মূল ভাবটাই এলোমেলো। এভাবে না লিখে কোন নির্দিষ্ট একটা বিষয় নিয়ে লিখেন অনেক ভালো হবে।
 
Quantcast