রাজনীতির মুখ (লিমেরিক)
দুর্নীতি সুনীতি আমাদের কেবল অবুঝ নীতি
এরা বলে ওরাও বলে যে যার বোঝায় রীতি
কেন যে হলাম জনগন
কার যে কখন প্রয়োজন
কাজে লাগাতেই সবাই করে তোষন পিরীতি।
এরা বলে ওরাও বলে যে যার বোঝায় রীতি
কেন যে হলাম জনগন
কার যে কখন প্রয়োজন
কাজে লাগাতেই সবাই করে তোষন পিরীতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ১৪/১২/২০১৪waaaooo
-
সাইদুর রহমান ১৪/১২/২০১৪খুব সুন্দর লিমেরিক।
শুভেচ্ছা নিবেন। -
অনিরুদ্ধ বুলবুল ১৩/১২/২০১৪ভাল বলেছেন কবি।
শুভেচ্ছা নিন। -
মুহাম্মদ মাসউদ ১৩/১২/২০১৪বড় বদজাত তারা,
-
অ ১৩/১২/২০১৪সুন্দর ।