বিচার চাই (লিমেরিক)
ন্যায় অন্যায় বিচারের তদন্ত করে প্রশাসন
গণতন্ত্রে সেও তো পক্ষে বিপক্ষের নিবেদন
নির্দোষ প্রমাণে বাদী বিবাদী
নানান সাক্ষীতে করে ফরিয়াদী
বিচার পায় আইনকে কিনতে পারা আবেদন ।
-০-০-০-
গণতন্ত্রে সেও তো পক্ষে বিপক্ষের নিবেদন
নির্দোষ প্রমাণে বাদী বিবাদী
নানান সাক্ষীতে করে ফরিয়াদী
বিচার পায় আইনকে কিনতে পারা আবেদন ।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
চন্দ্রশেখর ২১/১১/২০১৪
-
রক্তিম ১৪/১১/২০১৪সত্য কে সত্য করে দেখানো যায়না , কখনো কখনো মিথ্যাটাই সত্য করে দেখানো হ্য় । তবু সত্য একদিন প্রকাশ পায় । তত দিনে অনেক অনেক সময় চলে গেছে । 'ও দয়াল বিচার কর ' ভালো লেগেছে ।
-
মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪কবিতার কথাগুলা ছোট হলে ও ভালো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১১/২০১৪এত ছোট কেনো? আরো বলেন উই নিড টু নো মোর ডিটেইলস।
-
একনিষ্ঠ অনুগত ১৩/১১/২০১৪'আইনের চোখে সবাই সমান' শুধু কাগজে নয় বাস্তবেও এর প্রয়োগ চাই...
বিচার পায় আইনকে কিন্তে পারার আবেদন
মনে পড়ছে এক জার্মান কবির কবিতা
"রাজা-গজাও কামায়
হুকুম ধরে ধামা..."