www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ল্যাজে গোবরে

ল্যাজে লেগে গেল কত গোবর
তাই নিয়ে চিন্তায় করে উঠবোস
বাঁধা আছে গলাতে গলবন্ধ
তাও ছটপট করছে অবিরত ;
সামনে কত যে নিরীহ জীবযাত্রা
আর পেছনে কেন এত মাখামাখি
প্যাচপ্যাচে জীবনের এই অবস্থা
কি করে কোথায় ফেলবে ধুয়ে
কোন সে প্রাণ করে দেবে সরল ব্যবস্থা ।
ল্যাজ নাড়তে গেলেই ছড়িয়ে পড়ছে কত বিষ্ঠা
লাগছে প্রথমেই নিজের গায়ে
তারই গন্ধে হয়ে মাতাল
মশা মাছি আরো কত পোকা মাকড়
আসছে ধেয়ে সরল শান্ত সুবেল জীবনে ।
চাইছে না খেতে রঙ চটা ঘাস  
জাবর কাটতেও বিরক্তি ভাব ,
কত যে বিষম জ্বালাতন এসে জুটেছে
গোবরের এই মাখামাখি ল্যাজে ।

তাই দেখে তফাতে দাঁড়ানো
কত সব অভিমুখ জীবনের ঢল ;
ঘুরে ফিরে কিন্তু এই ল্যাজে গোবরে
প্রায়ই সামনে এসে দাঁড়ায়
কোন না কোন জীবনের দ্বারে ।
    -০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুরজিৎ সী ০৩/০৮/২০১৪
    খুবই ভালো লাগলো।
    • দীপঙ্কর বেরা ০৩/০৮/২০১৪
      ধন্যবাদ
  • মোটামুটি।
  • মোঃ আল-আমিন ০১/০৮/২০১৪
    দারুণ। শুরুটা ভালো ছিল কিন্তু শেষটা দুর্বল বলে আমার মনে হল। তবে চেষ্টা আর ফোকাস দিলে ঠিক হয়ে যাবে আশা করি। ধন্যবাদ
  • রামবল্লভ দাস ০১/০৮/২০১৪
    খুব ভালো ; তবে আরও একটু মজার হতে পারত ; উপস্থাপন শৈলী আরও মজবুত হওয়া দরকার বলে মনে হল !
 
Quantcast