আমার চাই
সূর্যের আলোকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে
হঠাৎ কালো হয়ে আসা বিকেলের
মেঘ বৃষ্টি ঝড় ।
সারা দিনের কর্মকুশতাকে স্যালুট করছিল সূর্য
আর প্রশান্তির অনেক আহ্বান তরতাজা করতে
আপ্রাণ চেষ্টায় বৃষ্টি খেলছে আপন খেলা ।
আমার যে দু জনকেই চাই
আগামীর স্বর্গীয় বিলাসে ।
-০-০-০-
হঠাৎ কালো হয়ে আসা বিকেলের
মেঘ বৃষ্টি ঝড় ।
সারা দিনের কর্মকুশতাকে স্যালুট করছিল সূর্য
আর প্রশান্তির অনেক আহ্বান তরতাজা করতে
আপ্রাণ চেষ্টায় বৃষ্টি খেলছে আপন খেলা ।
আমার যে দু জনকেই চাই
আগামীর স্বর্গীয় বিলাসে ।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ১৮/০৭/২০১৪বেশ ভালো লাগলো দাদা। শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।।