গোপলার কথা - ১৩
ফুস করে সব কিছু উড়ে যেতেও পারে ভেবে রাত কাবার, ঘুমটাও মাটি। এপাশ ওপাশ করে কাল যাপন। শান্তির খোঁজে মাথা বিগড়ে গেলে নিতে হবে অলৌকিক অবসর।
দূর মশাই, বলছি না আমার মাথায় কিছু নেই। তাই গাছ আর গাছের পাখির বাসার দিকে তাকিয়ে কতটা সময় কাটিয়ে দিলাম।
ওদিকে কত কি বাজারে এসে গেল। আমার পরিচিত হওয়া হল না। কতজন কতজনকে মাড়িয়ে এগিয়ে গেল। কত আধুনিক রাতেকে দিন আর দিনকে রাত করে দিল কে জানে। ওমা, বলো দেখি কি কাণ্ড এখানে সেই পুরানে ঝুলে রইল, ঝুলেই আছে।
আমার যে কিছুই জানা হল না। এ মা, পাখিটা সেই আদিম জীবনে রয়ে গেল আর আমিও।
কতবার অবস্থান বদল করব? সার্বজনীন বলে সতিই কিছু হয় না নাকি আমরা মানি না। শুধু ফুস করে উড়িয়ে দেওয়া ভেবে শান্তির খোঁজ অর্বাচীন ভাবনা।
দূর মশাই, বলছি না আমার মাথায় কিছু নেই। তাই গাছ আর গাছের পাখির বাসার দিকে তাকিয়ে কতটা সময় কাটিয়ে দিলাম।
ওদিকে কত কি বাজারে এসে গেল। আমার পরিচিত হওয়া হল না। কতজন কতজনকে মাড়িয়ে এগিয়ে গেল। কত আধুনিক রাতেকে দিন আর দিনকে রাত করে দিল কে জানে। ওমা, বলো দেখি কি কাণ্ড এখানে সেই পুরানে ঝুলে রইল, ঝুলেই আছে।
আমার যে কিছুই জানা হল না। এ মা, পাখিটা সেই আদিম জীবনে রয়ে গেল আর আমিও।
কতবার অবস্থান বদল করব? সার্বজনীন বলে সতিই কিছু হয় না নাকি আমরা মানি না। শুধু ফুস করে উড়িয়ে দেওয়া ভেবে শান্তির খোঁজ অর্বাচীন ভাবনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০১/০৬/২০১৪ভালো লাগলো দাদা।
-
রুমা চৌধুরী ০১/০৬/২০১৪শুভেচ্ছা রইল। ভাল লাগল।
-
অমর কাব্য ০১/০৬/২০১৪শুভেচ্ছা জানবেন
-
টি আই রাজন ০১/০৬/২০১৪সাধু সাধু সাধু.....