প্রেমের সখা
তুমি আমার হাত ধরে বললে
চলো ঔ ফুলের বাগান ঘেরা
কৃষ্ণচূড়া গাছের তলায় বসি ।
তোমার সাথে পা মিলিয়েই
বেশ বুঝতে পারি আমি
যৌবন আমার এসেই গেছে
আমার মন তাই যাচ্ছে ভেসে
উথাল পাথাল গহীন গাঙে
মিলন সুখের আদর মেখে
তুমি আমার আমার হয়েছো যে ।
এত দৌড়ে কাজের মাঝে
তোমার জন্য আমার মনে
ফুটছে গোলাপ জুঁই চাঁপা
রঙিন লাগে আকাশ আলো
বাঁচার দারুণ স্বপ্ন কথা ।
বাঁচিয়ে রাখা বেঁচে থাকা
তুমি আমার হৃদয় সূর্য সখা ।
-০-০-০-
চলো ঔ ফুলের বাগান ঘেরা
কৃষ্ণচূড়া গাছের তলায় বসি ।
তোমার সাথে পা মিলিয়েই
বেশ বুঝতে পারি আমি
যৌবন আমার এসেই গেছে
আমার মন তাই যাচ্ছে ভেসে
উথাল পাথাল গহীন গাঙে
মিলন সুখের আদর মেখে
তুমি আমার আমার হয়েছো যে ।
এত দৌড়ে কাজের মাঝে
তোমার জন্য আমার মনে
ফুটছে গোলাপ জুঁই চাঁপা
রঙিন লাগে আকাশ আলো
বাঁচার দারুণ স্বপ্ন কথা ।
বাঁচিয়ে রাখা বেঁচে থাকা
তুমি আমার হৃদয় সূর্য সখা ।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ০৩/০৬/২০১৪বাহ!!!!! অসাধারণ প্রেমের কবিতা ।
-
রুমা চৌধুরী ২৮/০৫/২০১৪সুন্দর প্রেমের কবিতা। খুব ভাল লাগল। শুভেচ্ছা রইল।
-
অমর কাব্য ২৭/০৫/২০১৪balo laglo
-
সফিউল্লাহ আনসারী ২৬/০৫/২০১৪এত দৌড়ে কাজের মাঝে
তোমার জন্য আমার মনে
ফুটছে গোলাপ জুঁই চাঁপা
দারুণ "! -
তাইবুল ইসলাম ২৬/০৫/২০১৪বাহ
একান্তই সুন্দর কবিতা -
কবি মোঃ ইকবাল ২৬/০৫/২০১৪অনেক ভালো লেগেছে কবিবন্ধু।
-
সফিউল্লাহ আনসারী ২৬/০৫/২০১৪দারুণ !
-
সুরজিৎ সী ২৬/০৫/২০১৪সুন্দর