www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আধুনিক

আমরা প্রতি মুহুর্তে আধুনিক হতে চাই ।
হাতে কিছু এক্সট্রা এলেই
চলে যাই অত্যাধুনিক সম্ভারে ,
সেখানে উল্টে পাল্টে দেখি
কোনটি সবে এল বাজারে
সেটিকে হস্তগত করতে ঝাঁপিয়ে পড়ি ।
সারা দেহকে সাজাতে হবে আজকের চমকে
ভিন্নতার খোঁজে দাঁড়াই পেছন ফিরে
সহজকে কঠিন মুগ্ধতায় লিপিবদ্ধ করে
পুরো রাস্তাকে হোঁচট খাইয়ে ব্যতিব্যস্ত করি
আমাকে অচেনায় ধরা দিই ।

সে সব বাড়ি ফিরেই হয়ে যায় ব্যাকডেটেড ;
আবার খোঁজ আবার অন্য আবার যুগের বার্তা
ফলে ছুটে চলা সময়ের হাত ধরতে
আরো জোরে ছুটে চলা ;
আধুনিকতার সংগ্রামে সবই আধুনিক ।
-০-০-০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast