আমাদের শিশু
জোরে বকা দিতেই চুপ
গলা দিয়ে কান্নার আওয়াজ
আর চোখে জল টুপ টুপ ;
প্রশ্নের উত্তর কঠিন
বড় হওয়ার বড়াই নিয়েই তো
বলি নি যা সমীচীন ?
শিশুটির সাথে আমারও
গুমরে ওঠা ঘর বারান্দায়
বেশ জমছে আঁধারও ।
শুধু ভালোবাসলে হবে !
মনটাকে তার মনের মত
আমাদেরকেও বুঝতে হবে ।
তবেই তো সে ভবিষ্যৎ
বকলে হবে ? বুঝে শিখে
করবে শিশু বাজিমাত ।
-০-০—০-
গলা দিয়ে কান্নার আওয়াজ
আর চোখে জল টুপ টুপ ;
প্রশ্নের উত্তর কঠিন
বড় হওয়ার বড়াই নিয়েই তো
বলি নি যা সমীচীন ?
শিশুটির সাথে আমারও
গুমরে ওঠা ঘর বারান্দায়
বেশ জমছে আঁধারও ।
শুধু ভালোবাসলে হবে !
মনটাকে তার মনের মত
আমাদেরকেও বুঝতে হবে ।
তবেই তো সে ভবিষ্যৎ
বকলে হবে ? বুঝে শিখে
করবে শিশু বাজিমাত ।
-০-০—০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahfuza Sultana ২৮/০৫/২০১৪onek valo laglo.
-
সুরজিৎ সী ২০/০৫/২০১৪সত্য! আপনি খুবই কড়া অভিভাবক।
যাইহোক কবিতাটি পড়ে বেশ মজা পেলাম। -
জাজাফী ১৯/০৫/২০১৪আপনার লেখা বরাবরই ভাল লাগে। অবগাহনে আপনার লেখা পড়েছিলাম। বেশ ভাল লিখেন আপনি।
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৫/২০১৪দারুন লিখেছেন.......
-
এস,বি, (পিটুল) ১১/০৫/২০১৪sundor ..
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ১০/০৫/২০১৪দারুন!
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ১০/০৫/২০১৪খুব ভালো লেগেছে।
-
কবি মোঃ ইকবাল ০৯/০৫/২০১৪অসাধারণ লিখনী।
শুভেচ্ছা কবি। -
এস,বি, (পিটুল) ০৯/০৫/২০১৪বকবে হবে বুঝিয়ে শিখিয়ে
করবে শিশু বাজিমাত।