নববর্ষের
বৈশাখের বাংলা সুরে নতুন বছর
জাগায় হৃদয়ে আশা নব উন্মাদনা
বাঙালীর ঘরে ঘরে সুখ সমাদর
উন্নাসী কালবৈশাখী করে আরাধনা ।
হালখাতা ব্যবসায়ী আবার উদ্যমে
শিক্ষার প্রতিষ্ঠা ভাষ্য আলোকিত বুকে
বার্ষিক মূল্যায়নের সম্ভাবনা শ্রমে
উচ্চারিবে সব ধ্যান বীরত্ব স্বভাবে ।
খর তাপে বাঙালীর ঝিমধরা হৃদে
বায়ু বয় প্রাণ খোলা সবুজের দ্বারে
বর্ষ বরণীয় ভোর জাগে আল খেতে
পার্বণ মিলনে বাংলা বিশ্ব শ্রেষ্ঠ 'পরে ।
যুগের তিথিতে দিন আসে নববর্ষ
আগামী বাঙালী সূর্য জীবনের হর্ষ ।
-০-০-০-
জাগায় হৃদয়ে আশা নব উন্মাদনা
বাঙালীর ঘরে ঘরে সুখ সমাদর
উন্নাসী কালবৈশাখী করে আরাধনা ।
হালখাতা ব্যবসায়ী আবার উদ্যমে
শিক্ষার প্রতিষ্ঠা ভাষ্য আলোকিত বুকে
বার্ষিক মূল্যায়নের সম্ভাবনা শ্রমে
উচ্চারিবে সব ধ্যান বীরত্ব স্বভাবে ।
খর তাপে বাঙালীর ঝিমধরা হৃদে
বায়ু বয় প্রাণ খোলা সবুজের দ্বারে
বর্ষ বরণীয় ভোর জাগে আল খেতে
পার্বণ মিলনে বাংলা বিশ্ব শ্রেষ্ঠ 'পরে ।
যুগের তিথিতে দিন আসে নববর্ষ
আগামী বাঙালী সূর্য জীবনের হর্ষ ।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস,বি, (পিটুল) ২৭/০৪/২০১৪notun bosor ar kobita valo laglo