www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সিনির জন্য

আমার যৌবন উপবনে তোমাকে চিনতেই
অনেকটা সময় চলে গেল ; সিনি ।
এখন বুঝে গেছি চাঁদের সাথে সূর্যের কি সখ্যতা
ফুলের বনে ভ্রমরার গুনগুন মধুরতা
ফাগুনের মৃদু মন্দ সমীরণ শুধু
কিসের আবহমান কথা বলে যায় ;
আমার বড় দিক বদলে তোমার সহজ যাওয়া আসা
আমার মেরুদণ্ড বরাবর লাভার স্রোত বইয়ে দেয় ।

আমি হাঁ করে তোমার দিকে চেয়ে থেকে
তোমার ভেতরের অন্য মানুষটাকে চিনতে পেরে
পরম শান্তির আঁচে নিজেকে রোজ সেঁকে নিয়ে
খুব কর্মকুশল হয়ে উঠেছি ।

সিনি , তোমার জন্য আমার সহজ বাঁচা
আরো সহজ হয়ে খুব মানুষ হতে পেরেছে
আর আমার যৌবন আমাকে আরো অভিজ্ঞ করে তুলেছে ।

সিনি , এসো সময়ের কোলে দুজনে খুব সম্পর্ক হয়ে
আরো বড় হয়ে যাই ।
-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast