www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই তো আবার ভাল

মুক্তির স্মিত কথনে
রহিত বাক্যেও বাহুল্য এসে যায় সযতনে ।

নাকের ডগায় মাছি বসে থেকেও
আবর্জনার শাক পাতা ঘেটে মানুষ হয়
বিকেলের রোদ পালানো ছেলের দল ।

তুমি ভাবলে চারু বিন্যাসেই
সহজেই খুলে ফেলা যায় স্মৃতির ভান্ডার
তাই গলি রাস্তায় খুঁজে বের করছ
দু-এক ছটাক জমি ,
তার দামেই কোটির পাহাড় গড়ে
দু মুঠো অন্নের সংস্থানে বসে
খালি ভুজুং ভাজুং কবিতার অঙ্ক
পৃষ্ঠার পর পৃষ্ঠার লিখেই যাবে
আর খুব নাম কিনেই নেমে পড়বে আন্দোলনে ।

মোটা বস্তির মালব্য মোগল বেশ ভাল করেই জানে
ঘাসের কখনো ছুটি হয় না ,
মোম গললেই মুখ দর্শন বন্ধ হয় না ।

সফলতার জন্য হাঁটুর ব্যথা আজও কাঁদে
ভেবে দেখো ওরা আনতেও পারে নব প্রভাত ।
         ----
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ০১/০১/২০১৪
    নববর্ষের
    শুভেচ্ছা
 
Quantcast