এই তো
চোখ চেয়ে দোলনা ঢেঁকি শাকে শিশির
বাসি রৌদ্র নিয়ে এবার শীতের মুখ এল
সুজনের দিনমজুর চাদর কিনতে টাকা শেষ
হাটের কলা মূলোতে ঘূণ পোকার বাস
রঙের খোঁজে হলুদ পাতায় শিরাবিন্যাস
ঘাসেদের মেঘলা বরণে জংলী পথের দিশা
হারিয়ে বিকেল খোঁজে পরিযায়ী পাখির দল
বিল সব মিলিয়ে গেছে বিশ তলা ছাদের ছায়ায়
ফুলের গায়ে দাগ লেগেও উৎসব করে ঘরকন্যা
মাঠের মাঝে কঙ্কাল স্রোতেও শীতঘুম থেকে উঠে পড়ে চাষী
প্রবল বাঁচতে হাওয়ার ভেতরে শীত তাড়াই
এত কুয়াশাতেও আমরা যে বেঁচে যাই
আমরা বেঁচে যাই ।
-০-০-০-০-
বাসি রৌদ্র নিয়ে এবার শীতের মুখ এল
সুজনের দিনমজুর চাদর কিনতে টাকা শেষ
হাটের কলা মূলোতে ঘূণ পোকার বাস
রঙের খোঁজে হলুদ পাতায় শিরাবিন্যাস
ঘাসেদের মেঘলা বরণে জংলী পথের দিশা
হারিয়ে বিকেল খোঁজে পরিযায়ী পাখির দল
বিল সব মিলিয়ে গেছে বিশ তলা ছাদের ছায়ায়
ফুলের গায়ে দাগ লেগেও উৎসব করে ঘরকন্যা
মাঠের মাঝে কঙ্কাল স্রোতেও শীতঘুম থেকে উঠে পড়ে চাষী
প্রবল বাঁচতে হাওয়ার ভেতরে শীত তাড়াই
এত কুয়াশাতেও আমরা যে বেঁচে যাই
আমরা বেঁচে যাই ।
-০-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জি,মাওলা ১৭/১২/২০১৩ভাল লাগল