কথার সুখ
আকাশটাতে ভাসিয়ে দিলাম উড়ো চিঠি ভর করে
তাতেই আমি লিখে দিলাম আমার কথা মন খুলে
ভালবাসার রঙ মিশিয়ে শুকনো পাতার মেঘমুলুক
বুকটা ভরে বাঁচার বৃষ্টি ঝমঝমিয়ে বিভুঁই সুলুক
খবর পেয়ে ধুলোরা সব গাছকে ধরে মাটি হয়ে
ধরলেই হাত চলা যাবে তোমার সাথে পায়ে পায়ে
মিলন মেলায় সুখের চাদর হাসির আলো ছড়িয়ে
আমার চলার পথের সাথে তোমাকেই দেখি মানিয়ে
উত্তরের এই তীর্থ নেশায় বিভ্রম সখা দিশায় মগ্ন
পড়ে নিও স্বচ্ছ মদির চিঠির কথা কেমন যেন নগন্য ।।
-০-০-০-
তাতেই আমি লিখে দিলাম আমার কথা মন খুলে
ভালবাসার রঙ মিশিয়ে শুকনো পাতার মেঘমুলুক
বুকটা ভরে বাঁচার বৃষ্টি ঝমঝমিয়ে বিভুঁই সুলুক
খবর পেয়ে ধুলোরা সব গাছকে ধরে মাটি হয়ে
ধরলেই হাত চলা যাবে তোমার সাথে পায়ে পায়ে
মিলন মেলায় সুখের চাদর হাসির আলো ছড়িয়ে
আমার চলার পথের সাথে তোমাকেই দেখি মানিয়ে
উত্তরের এই তীর্থ নেশায় বিভ্রম সখা দিশায় মগ্ন
পড়ে নিও স্বচ্ছ মদির চিঠির কথা কেমন যেন নগন্য ।।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৫/১১/২০১৩খুব ভালো লাগলো l