সহচরী
ভালবাসার মুক্ত চিন্তা আবেশে
ঘনঘটা ঘটে যায় দিগ্বিদিকে
তোমার স্বমূর্তি উদ্ভাসিত হয়ে
আমাকে রাঙায় ঐ আলোকে
দিশা হয়ে মুহুর্তের অন্যমনা
স্মরণিত বাস্তব বিবশে
হারায়ে মিলন সাজি সম্পর্কিত
এসে বসো সম্ভ্রম সাহসে ।
কি লুকিয়ে কে যেন খুঁজে চালাকি
স্বপ্ন ভাসে হেথা লুকোচুরি
প্রেমময় মানিয়ে চলা দিগন্তের
পাই আমি আমার সহচরী ।
-০-০-০-
ঘনঘটা ঘটে যায় দিগ্বিদিকে
তোমার স্বমূর্তি উদ্ভাসিত হয়ে
আমাকে রাঙায় ঐ আলোকে
দিশা হয়ে মুহুর্তের অন্যমনা
স্মরণিত বাস্তব বিবশে
হারায়ে মিলন সাজি সম্পর্কিত
এসে বসো সম্ভ্রম সাহসে ।
কি লুকিয়ে কে যেন খুঁজে চালাকি
স্বপ্ন ভাসে হেথা লুকোচুরি
প্রেমময় মানিয়ে চলা দিগন্তের
পাই আমি আমার সহচরী ।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৪/০১/২০২০অনন্য
-
אולי כולנו טועים ২০/১১/২০১৩vesh valo.