শূন্য এ বুকে
আমগাছের এই ছায়াতলে
মাগো , আমি খুঁজছি তোমায়
বিরহিত মনের খেয়ালে ।
আমার যখন বছর পাঁচ
লাগিয়েছিলাম ঘরের কোনে
পুকুর পাড়ে এই সে গাছ ,
আজ এত বছরের পরে
মাগো , তুমি কোথায় আছ
কোন আকাশ তারার পারে ;
আমি কর্মসূত্রেই বাইরে
শ্বাসের কষ্টে হাঁপর বুকে
তুমি যে তথৈবচ, সংসারে
রোগ আর দূষণ উত্তাপে
তোমার হৃদয় ছারখার
দাবানলের জীবন সন্তাপে
কষ্ট জীবনের হল পার
তোমার মুক্তি আমার শূন্য
আমার জীবনের স্বপ্ন বাঁচার ।
উন্নতির এ সোপান পথে
অসময়ে হারিয়ে তোমায়
বেঁচে আছি আমি স্মৃতির সাথে ;
মহাশূন্যে আজও খুঁজি মুখতুলে
তোমার স্নেহ পরশ খানি
দাঁড়িয়ে এই গাছের তলে ।
-০-০-০-০-
মাগো , আমি খুঁজছি তোমায়
বিরহিত মনের খেয়ালে ।
আমার যখন বছর পাঁচ
লাগিয়েছিলাম ঘরের কোনে
পুকুর পাড়ে এই সে গাছ ,
আজ এত বছরের পরে
মাগো , তুমি কোথায় আছ
কোন আকাশ তারার পারে ;
আমি কর্মসূত্রেই বাইরে
শ্বাসের কষ্টে হাঁপর বুকে
তুমি যে তথৈবচ, সংসারে
রোগ আর দূষণ উত্তাপে
তোমার হৃদয় ছারখার
দাবানলের জীবন সন্তাপে
কষ্ট জীবনের হল পার
তোমার মুক্তি আমার শূন্য
আমার জীবনের স্বপ্ন বাঁচার ।
উন্নতির এ সোপান পথে
অসময়ে হারিয়ে তোমায়
বেঁচে আছি আমি স্মৃতির সাথে ;
মহাশূন্যে আজও খুঁজি মুখতুলে
তোমার স্নেহ পরশ খানি
দাঁড়িয়ে এই গাছের তলে ।
-০-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৪/০১/২০২০সুন্দর লেখা
-
সায়েম খান ১৭/১১/২০১৩মা কে নিয়ে লেখা সুন্দর কবিতা। ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।
-
Înšigniã Āvî ১৬/১১/২০১৩দারুন..... অসাধারণ, খুব খুব সুন্দর কবিতা ।
-
אולי כולנו טועים ১৬/১১/২০১৩মায়ের ভালবাসার অভাব শুধু যার মা নেই
সেই বুঝতে পারে এমনভাবে।....
খুব সুন্দর কবিতা।