www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাজের ছেলে

হঠাৎ করে বাহারি মলের ফুড কোর্টের মধ্যে
মোটা একটা দশ এগারো বছরের ছেলে অজ্ঞান হয়ে যেতেই
রে রে দৌড়ে এল সারাটা মল ,
তার মা বাবা কাকা কাকী মেসো পিসি
আরো সব তাদের আমন্ত্রিত অতিথি অভ্যাগত ।
সেখানেই এসে গেল এক ডাক্তার
তিনি ভিড় সরিয়ে দিয়ে দেখে টেখে
কিছু বলার আগেই ছেলেটির জ্ঞান ফিরে আসে ।
ডাক্তার বললেন - কি ছেলে ,এত খাওয়া কেন ?
ছেলেটি হাসতে লাগল
-মামার ছেলের জন্মদিন , খাব না ?
আর সবাই মিলে তাকে আদরে আদরে ভরিয়ে দিল ।

ওখানে কাজ করতে থাকা ছেলেটির
এ সব দেখেই খুব কান্না পেয়ে গেল ;
কত দিন  মা বাবার কাছে যায় নি
তারা গ্রামে অনেক দূরে থাকে ;
কালকে রাতে বাড়তি খাবারে পেট ভরে নি
আজকে এখনও একটু ঠাণ্ডা চা ছাড়া কিছু পেটে পড়ে নি ।
হাত গুলো কি সব ফেনা জলে প্লেট ধুতে ধুতে
সাদা হয়ে গেছে ছাল উঠে যাচ্ছে ।

কিন্তু ছেলেটি কাঁদার সুযোগই পেল না ,
খাবার পরিবেশনের ডাক পড়ল
তাতেই দৌড়া দৌড়ী করতে করতে তার বমি পেয়ে গেল
সে বেসিনে বমি করল ;
তার জন্য সে খুব বকা খেল
-এখানে বসে থাক , আজকে তোর মাইনে নেই ।

ছেলেটি আর বসে না থেকে চোখে মুখে জল দিয়ে
কাজে গেল আবার ।
                  -০-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Înšigniã Āvî ১৪/১১/২০১৩
    করুন লেখা.....
    একটা প্রশ্ন..... আপনার সেই ছন্দময় লেখাগুলো এখন দেখছি না কেন?
    • দীপঙ্কর বেরা ১৬/১১/২০১৩
      অনেক জায়গায় দেখেছি , বেশির ভাগ কেবল নাই নাই পছন্দ করে । আমি এখনও যথেষ্ট আশাবাদী । ছন্দ সেই ভাবনা থেকে সৃষ্টি । নিজেকে নিজে যেন গুটিয়ে নেওয়া । দেখি আপনার এই মন্তব্য আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে । অনেক ধন্যবাদ ।
      • Înšigniã Āvî ১৬/১১/২০১৩
        aapni oi field e jothhesto strong, tai Pls oi dhoroner lekha charben naa... ekta request .
  • אולי כולנו טועים ১৪/১১/২০১৩
    করুণ ....
 
Quantcast