www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের গ্রাম

গ্রামটা খুবই ছোট্ট
চারিদিকে খাল কাটা
মাঝখানে মস্ত বড় এক দীঘি
তার পাড়ে সারি সারি তাল গাছ ;
ছোটরা একা একা যেতে খুব ভয় পেত ।
অনেকেই বলত দীঘিতে কুমীর আছে
বর্ষাকালে ধান জমি বেয়ে সে নাকি উঠে আসত ,
সবাই সে কথা শুনেছে কেউ নিজে দেখে নি ;
দীঘির পাড়ে তেরো পার্বণ উৎসবে সবাই সামিল হত ।
সারা গ্রামে প্রায় বেশির ভাগ কৃষক ।

এই পর্যন্ত গ্রামটার সহজ সাধারণ গল্প :

এর পরে রাজনীতি এল , অনুদান এল ,
সরকারী সুযোগ সুবিধা আর কাজের ভাগ বণ্টন এল
মিটিং মিছিলের ও উৎসবের তারতম্য
এমন কি নানান কাজের বরাতও এল ;
অনেকে অনেক চাকরি-বাকরিও পেল
কারখানার কথাও শোনা যায় ।

আর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল অসম বিকেন্দ্রীকরণ
দখল ভাগ বাটোয়ারা আর টাকার অপুষ্ট গন্ধ ,
সাথে আরো অনেক কিছু ।

গ্রামের অনেকটা বুজে যাওয়া দীঘি
এখন শুধু কেঁদেই চলে ।
-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হারিয়ে যায় সব
  • রাখাল ১৩/১১/২০১৩
    হায়!
  • সায়েম খান ১৩/১১/২০১৩
    এখন অনেক কিছুই হারিয়ে গেছে। হারিয়ে গেছে অনেক ঐতিহ্য।
  • Înšigniã Āvî ১৩/১১/২০১৩
    সময়ের সাথে সাথে কতো কিছুই চেঞ্জ হয়ে যায়, তবু রয়ে যায় স্মৃতির সাগরের অতলে...
  • দীপঙ্কর বেরা ১৩/১১/২০১৩
    Onek dhanyabad railo
  • suman ১৩/১১/২০১৩
    দারুণ! দারুণ!
 
Quantcast