গ্রামের বাঁকা রাস্তা
তাপস আমার উপরের ক্লাসে পড়ত
ফেল করে করে আমার ক্লাসে চলে আসে ;
আমার সঙ্গে তার বেশ বন্ধুত্ব হয়ে যায়
তাই তাকে পরীক্ষার সময় নানান সাজেশন দিয়েও
কিছু করতে পারি নি ।
তার বাবা মায়ের বকুনি আর উপেক্ষায়
বাধ্য হয়ে তাপস স্কুল ছেড়ে দেয় ।
আমিও গ্রামের পড়া শেষ করে
আরো পড়াশুনা ও শেষে চাকরির চেষ্টায়
শহরে চলে আসি ।
আমি আর ফিরে যাই নি
এ শহর ইট কাঠ পাথরের সাজানো
সৌধ থেকে ।
আর তাপস নিজের চাষ বাস আর
ছোটো খাটো টুকটাক বাজারি কাজ করে
গ্রামেই আছে তার সেই বকাঝকা করা
মা বাবার সাথে ।
আমি মাঝে মাঝে পর্যটকের মত
আমার মা বাবার সাথে দেখা করতে গেলে
তাপস খুব কথা বলে , আমাকে দেখিয়ে
ও ওর ছেলেদের আমার মত হতে বলে ।
আমি সারা গ্রাম আর তাপসকে দেখি ;
আর আমার মা বাবা দেখে
কিভাবে আমি গ্রামের বাঁকা রাস্তায়
চলে আসার সময় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি ।।
-০-০-০-
ফেল করে করে আমার ক্লাসে চলে আসে ;
আমার সঙ্গে তার বেশ বন্ধুত্ব হয়ে যায়
তাই তাকে পরীক্ষার সময় নানান সাজেশন দিয়েও
কিছু করতে পারি নি ।
তার বাবা মায়ের বকুনি আর উপেক্ষায়
বাধ্য হয়ে তাপস স্কুল ছেড়ে দেয় ।
আমিও গ্রামের পড়া শেষ করে
আরো পড়াশুনা ও শেষে চাকরির চেষ্টায়
শহরে চলে আসি ।
আমি আর ফিরে যাই নি
এ শহর ইট কাঠ পাথরের সাজানো
সৌধ থেকে ।
আর তাপস নিজের চাষ বাস আর
ছোটো খাটো টুকটাক বাজারি কাজ করে
গ্রামেই আছে তার সেই বকাঝকা করা
মা বাবার সাথে ।
আমি মাঝে মাঝে পর্যটকের মত
আমার মা বাবার সাথে দেখা করতে গেলে
তাপস খুব কথা বলে , আমাকে দেখিয়ে
ও ওর ছেলেদের আমার মত হতে বলে ।
আমি সারা গ্রাম আর তাপসকে দেখি ;
আর আমার মা বাবা দেখে
কিভাবে আমি গ্রামের বাঁকা রাস্তায়
চলে আসার সময় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি ।।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩কী দাদা গল্প বললেন নাকি কবিতা শুনালেন? যাই হোক ভাবনা টা খুবই চমৎকার।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩কী দাদা গল্প বললেন নাকি কবিতা শুনালেন? যাই হোক ভাবনা টা খুবই চমৎকার।