আমার মনের যত কথা
ইচ্ছে হচ্ছে তোমার জন্য লিখছি দু চার পাতা
খুশ খেয়ালেই যাচ্ছি বলেই আমার মনের কথা
আমি যে তাই অলি গলি ঘুরছি কোলাহলে
অনেক কথা কুড়িয়ে নিয়ে বলছি কৌতূহলে ।
পাশের বাড়ির মেয়েটি আর কাগজ কুড়ানি
টাকার গরম ছেলেটি আর বেকার সন্ধানী
বেইমানী আর ধান্ধাবাজী সন্ত্রাস কারবারি
সত্যের জয়ে আজও দেখি মানব দর্পহারী ।
সব কিছু সব দেখতে পাওয়া আমার মত বলা
তোমায় বলে জগৎটাকে সাজাই স্বপ্ন মালা
গাছগাছালি পাখপাখালির সমাজ কথ্য কথন
ভুলগুলোকে দাও ধরিয়ে তোমার মনের মতন ।।
আমাদের এই মত বিনিময় কাব্য সুখের মেলা
সারাটা বিশ্ব বাঁচার মন্ত্রে ভাসাক গানের ভেলা ।।
-০-০-০-
খুশ খেয়ালেই যাচ্ছি বলেই আমার মনের কথা
আমি যে তাই অলি গলি ঘুরছি কোলাহলে
অনেক কথা কুড়িয়ে নিয়ে বলছি কৌতূহলে ।
পাশের বাড়ির মেয়েটি আর কাগজ কুড়ানি
টাকার গরম ছেলেটি আর বেকার সন্ধানী
বেইমানী আর ধান্ধাবাজী সন্ত্রাস কারবারি
সত্যের জয়ে আজও দেখি মানব দর্পহারী ।
সব কিছু সব দেখতে পাওয়া আমার মত বলা
তোমায় বলে জগৎটাকে সাজাই স্বপ্ন মালা
গাছগাছালি পাখপাখালির সমাজ কথ্য কথন
ভুলগুলোকে দাও ধরিয়ে তোমার মনের মতন ।।
আমাদের এই মত বিনিময় কাব্য সুখের মেলা
সারাটা বিশ্ব বাঁচার মন্ত্রে ভাসাক গানের ভেলা ।।
-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ০৮/১১/২০১৩চমৎকার একটি কবিতা। অনেক অনেক শুভকামনা রইলো। সেইসাথে আমার বাড়িতে(ব্লগে) আপনার দাওয়াত রইলো।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৮/১১/২০১৩ভালো লাগলো। চমৎকার লিখেছেন।
-
আরজু নাসরিন পনি ০৮/১১/২০১৩সবটা মিলিয়ে দারুণ ছন্দে কবিতা বলেছেন ।বেশ বাস্তবতার মিশেল ।
সত্যের জয়ে আজও মানবতার বারোয়ারি...
এই লাইনটিতে আগের লাইনের সাথে ছন্দ মিলাতে অনুগ্রহ করে আরেকবার একটু পড়ে দেখবেন ?
ছন্দ মিলেছে ঠিকই, কিন্তু ভেতরের শব্দ একটা বা একটু কমালে পড়তে আরো জোশ লাগতো ...
অনেক শুভেচ্ছা রইল দীপঙ্কর ।