www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নানান মান্না দে

গানের প্রাণের জলসাঘরের তোমার মুকুট
আজও মায়ের মন্দিরে বসতে জায়গা করে দিয়েছে ;
আদরের বোন কফি হাউসে বসে
নিখিলেশ প্যারিসে আর মৈদুলকে ঢাকাতে
আজও খোঁজে সোনালি বিকেলে ।
আমরা চাঁদ দেখতে গিয়ে চিরদিনই তোমাকে দেখে
বলে উঠি - ও কেন এত সুন্দরী হল ?
আগে ভি দেখো পিছে ভি করতে করতে
দিল কা হাল শোনাই আজও দিলবালাকে
জোহোরা জবি কে ম্যায় জোয়ান বলেই থাকি ।
বড় ময়লা জমেছে বুকে তাই
আমি আগন্তুকের বার্তা শুনেই
দীপ ছিল শিখা ছিল আর তোমাকে পেয়েই
ভাদিছে গগন মাঝে ।
ঘরে ঘরে প্রাণে প্রাণে ছিল আছে থাকবে
সুরে সুরে জীবনের কথা সুর ঝংকারে
আমাদের নানান মান্না , মান্না দে ।
-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চন্দ্রশেখর ২৬/১০/২০১৩
    খুব ভাল লাগল আমার প্রিয় গায়কের প্রতি শ্রদ্ধার্ঘ
  • אולי כולנו טועים ২৫/১০/২০১৩
    অমর কবিকে নিয়ে খুব সুন্দর লিখেছেন ll
  • চমৎকার ফুটিয়ে তুলেছেন কবিতা।সত্যিই মানুষ বাঁচে তার বয়সে নয় বাঁচে তার কর্মে।
  • কবীর হুমায়ূন ২৫/১০/২০১৩
    আমরা শোকাহত;
    যদিও মৃত্যু শ্বাশ্বত।

    কবিতা পড়লাম।
    ভাষা জ্ঞানের অভাবে ভালো বুঝতে পারি নি, দীপঙ্কর।
    ভালো থেকো।
  • আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
    মানুষ বেঁচে থাকে তার কর্মে ।
    প্রিয় গায়ক সেভাবেই তার গানে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন ।
    কবিতাটির জন্যে ধন্যবাদ দীপঙ্কর ।।
 
Quantcast