www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কমলার সংসার

কমলা আর স্বপ্ন দেখার রাত খোঁজে না
বাস্তব কোলে ঘুমুতে যায় ;
ভোর চারটে ঘুম থেকে
সমাজিক বোঝা মাথায় করে
কেবল ছুটতেই থাকে আর ছুটতেই থাকে ।

পাইকারীতে দরকষাকষি
ফিরে আসে সেই বোঝা নিয়ে ,
চলতি বাজারে দাঁড়িপাল্লায় করে খুচরোর বেচাকেনা ;
এ ব্যাগে ও ব্যাগে দেখে মুনাফার মস্করা
শ্যেন দৃষ্টিতে তাকিয়ে থাকে
কোথায় আছে তার লাভের অঙ্ক ।

কখন কেটে যায় দুপুর বিকেল
গুটিয়ে নিতে হয় আশার ফল মূল
সারা সংসার ভার যা সব বাকী থাকে ,
আর ফিরে আসে সে তার সাজানো আলোর ঘরে ।
সেখানে ছেলের কলেজ ফি , মেয়ের বিয়ের পন
বাড়ি ভাড়া , স্বামীর ঔষধ , ভরণ পোষণ
সবাই তাকিয়ে আছে কমলার দিকে ।
কমলা বাড়িয়ে দেয় তার দশ হাত দশ দিকে ,
আর এভাবেও কমলারা যুগ যুগ ধরে টেনে নিয়ে যায়
আমাদের ভালবাসার সাজানো সংসার ,।

-০-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তাইতো যে উপর্জন করে সেই জানে কত কষ্ট উপার্জনে যারা ব্যয় করে তারা সে কষ্টের কোন খবর রাখতে চাই না। খুব ভালো লেগেছে কবিতা
  • Înšigniã Āvî ০৮/১০/২০১৩
    বাস্তব.....
    • দীপঙ্কর বেরা ১০/১০/২০১৩
      Sharadiyar priti o suvechha . Pujo bhalo bhabe katuk
      • Înšigniã Āvî ১০/১০/২০১৩
        আপনাকেও শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই, পুজো ভালভাবে কাটান ।
  • খুবই গভীরে দাগ কেটে যাওয়া কবিতা। আসলেই কমলারাই আমাদের এই সমাজ সংসার আজো টিকিয়ে রেখেছে।
  • অসাধারণ দীপঙ্কর দা
 
Quantcast