মন মাধুরী
কোথায় গেলে জীবন পাবো
ভেবেই সারা মন বেচারা
কোথায় আছে প্রাণের আঁচল
লুটিয়ে যে তার হৃদয় জুড়ে পৃথ্বী তলে ,
সবুজ বরণ পাতার আদর
ফুলের সুবাস বিছিয়ে সাদর
অলস কোন দুপুর ভিজে
মুক্তো বিভায় নবীন হয়ে
হয়তো দেখবে আলোয় আলো ;
শরীর দিয়ে ভিজিয়ে সে
লজ্জা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
ঘাস বকুলের মাড়িয়ে আঁধার
আনতে পারবে ইট পাথরের মজ্জা থেকে
সরল আভার মধ্য মানিক রসের ধারা ।
মনের বিনয় সঙ্গী জীবন
পাওনা সজীব উজল পারা
নেবেই নেবেই রঙের মোহিত বাসর সজ্জা ,
তারই জন্য মনের এত আগমনী
কলাবউ-এর ঘোমটা খুলে ফেলা ;
আর থাকবে না সে একলা বসে
কালের কুসুম শয্যা রচে ।
-০-০-০-০-
ভেবেই সারা মন বেচারা
কোথায় আছে প্রাণের আঁচল
লুটিয়ে যে তার হৃদয় জুড়ে পৃথ্বী তলে ,
সবুজ বরণ পাতার আদর
ফুলের সুবাস বিছিয়ে সাদর
অলস কোন দুপুর ভিজে
মুক্তো বিভায় নবীন হয়ে
হয়তো দেখবে আলোয় আলো ;
শরীর দিয়ে ভিজিয়ে সে
লজ্জা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
ঘাস বকুলের মাড়িয়ে আঁধার
আনতে পারবে ইট পাথরের মজ্জা থেকে
সরল আভার মধ্য মানিক রসের ধারা ।
মনের বিনয় সঙ্গী জীবন
পাওনা সজীব উজল পারা
নেবেই নেবেই রঙের মোহিত বাসর সজ্জা ,
তারই জন্য মনের এত আগমনী
কলাবউ-এর ঘোমটা খুলে ফেলা ;
আর থাকবে না সে একলা বসে
কালের কুসুম শয্যা রচে ।
-০-০-০-০-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০১/১০/২০১৩--ভালো ভাবনার কবিতা
-
Înšigniã Āvî ০১/১০/২০১৩অসাধারণ.....