www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্য

হে তারুণ্য -
যুগব্যপ্ত জ্বালাময়ী যন্ত্রণায়
এ কোন খেলায় তুমি মেতে উঠেছো ?
এসো বীরদর্পে , বুকে আনো আত্মবিশ্বাস
আত্মগরিমায় সবার মাঝে হও উদ্ভাসিত ;
আত্মসমালোচনায় নিজেকে করো সংশোধিত
বলো - আমাকেই খুব দরকার এই পৃথিবীর ।

হে তারুণ্য
তুমিই পারো আর এক মহতীময়
সংঘর্ষহীন স্বদেশ গড়তে ;
ক্ষুধিত ধরনী তোমার দিকে
রক্তশূন্য হাত পেতে নিরাশ্রয়ে বসে আছে ;
ওকে দু-মুঠো অন্ন বস্ত্র আর
এক বুক নিঃশ্বাসে ভরা বিশ্বাস দিও ।

ক্রুর বসুন্ধরার কোনে আজ
হিংসা , ঘৃণা , অবজ্ঞার কালোবাজারি ,
দুর্নীতির বারুদভরা চাপ চাপ রক্তাক্ত জিজ্ঞাসা ;
জীবনের নৈরাশ্যে জনগণ মর্মাহত ।

ধূলিধূসর ধরণী মাকে করে তোল অপাপবিদ্ধ ,
হে তারুণ্য
তুমিই পারো তাঁর আর এক
মানবতা-কাক্ষিত মহান সন্তান হতে ।
-০-০-০-
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইব্রাহীম রাসেল ৩০/০৯/২০১৩
    --ঠিক তারুণ্য সবই পারে----ভালো লাগলো
  • Înšigniã Āvî ৩০/০৯/২০১৩
    দুর্দান্ত.....
  • হে তারুণ‌্য
    তুমি আশ্রয় দিয়ো তাদের
    যারা মানুষের কথা বলে
    মনুষ্যত্বের পথে চলে
    যারা আদর্শের প্রয়োজনে
    নিজেকেও উৎসর্গ করে
    খুব ভালো লেগেছে কবিতার বিষয়
 
Quantcast